প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৪-১৫

  • ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা
  • ঘাটতি ধরা হয়েছে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। ঘাটতি জিডিপির ৫ শতাংশ।
  • রাজস্ব পাওয়ার ক্ষেত্র ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা।
  • জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত এক লাখ ৫৫ হাজার ২৯২ কোটি এবং জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকার কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে।
  • এনবিআরবহির্ভূত সূত্র থেকে রাজস্ব প্রাক্কলন করা হয়েছে পাঁচ হাজার ৫৭২ কোটি টাকা।
  • করবহির্ভূত খাত থেকে রাজস্ব আহরণ হবে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা।
  • ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে অনুন্নয়নসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৭০ হাজার ১৯১ কোটি টাকা।
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
  • ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকেসংগ্রহ করা হবে ২৪ হাজার ২৭৫ কোটি টাকা ও অভ্যন্তরীণ সূত্র থেকে ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা ।
  • অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে সংগ্রহ করা হবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংকবহির্ভূত খাত থেকে ১২ হাজার ৫৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
  • অনুন্নয়ন বাজেটে ১৭ শতাংশ ব্যয় হবে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়।
  • অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য থোকের জন্য ব্যয় হবে ১ দশমিক ২ শতাংশ।
  •  ভর্তুকি ও প্রণোদনার ক্ষেত্রে ব্যয় হবে ৯ দশমিক ৯ শতাংশ।
  • পেনশন বাবদ ব্যয় হবে ৫ শতাংশ।
  •  সবচেয়ে বেশি ব্যয় হবেসুদে, যার পরিমাণ প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ।
  • অনুন্নয়ন বাজেটে সামাজিক নিরাপত্তা কল্যাণে ব্যয় হবে ৪ দশমিক ৫ শতাংশ।
  • জনপ্রশাসনে ৪ দশমিক ৭ শতাংশ।
  • ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে।
  • আয়কর ফাঁকি দেয়া বন্ধ করতে ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়িভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিধান করা হচ্ছে।
  • যাদের আয় বছরে ৪৪ লাখ ২০ হাজার টাকা তাদের ৩০ শতাংশ আয়কর দিতে হবে।
  • আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৩ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬ দশমিক ২৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার আভাস দিয়েছে।
  • প্রস্তাবিত বাজেটে শেয়ারের জন্য দুটি সুবিধা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জগুলোকে ক্রমহ্রাসমান হারে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা দেয়া এবং করমুক্ত লভ্যাংশ আয়সীমা ১০ হাজার থেকে বৃদ্ধি করে ১৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

 

বাজেট হাইলাইটস ২০১৩-১৪

  • বাজেট - - ৪৩ তম
  • ঘোষক - - অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
  • ঘোষণা - - ৬ জুন ২০১৩
  • কার্যকর - - ১ জুলাই ২০১৩
  • মোট বাজেট - - ২,২২,৪৯১ কোটি টাকা (জিডিপি'র ১৮.৭১%)
  • সামগ্রিক আয় (রাজস্ব ও অনুদানসহ) - -  ১,৭৪,১২৯ কোটি টাকা
  • রাজস্ব আয় - - ১,৬৭,৪৫৯  কোটি টাকা (জিডিপি'র ১৪.০৯%)
  • সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতিত) - - ৫২ হাজার ৬৮ কোটি টাকা (জিডিপি'র ৫%)
  • বৈদেশিক অনুদান - - ৬,৬৭০ কোটি টাকা (জিডিপি'র ০.৫৬%)
  • সামগ্রিক ঘাটতি (অনুদান সহ) - -  ৪৮,৩৬২ কোটি টাকা (জিডিপি'র ৪.০৭%)
  • ঘাটতি অর্থায়ন - - ৪৮,৩৬২ কোটি টাকা [বৈদেশিক উৎস: ১৪,৩৯৮ কোটি টাকা(জিডিপি'র ১.২১%); অভ্যন্তরীণ উৎস: ৩৩,৯৬৪ কোটি টাকা (জিডিপি'র ২.৮৬%)]
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) - - ৬৫,৮৭০ কোটি টাকা (জিডিপি'র ৫.৫৪%)
  • মোট জিডিপি - - ১১,৮৮,৮০০ কোটি টাকা
  • জিডিপি প্রবৃদ্ধি - - ৭.২ %
  • মূল্যস্ফীতি  - - ৭.০%
  • গত বছরের তুলনায় এবারের বাজেটের বৃদ্ধি - - ৩০,৭৫৩ কোটি টাকা

সর্বোচ্চ বরাদ্ধের পাঁচ খাত

  • অর্থ বিভাগ – ২৫,১৯২ কোটি টাকা
  • প্রতিরক্ষা – ১৪,৪৫৮ কোটি টাকা
  • শিক্ষা – ১৩,১৬৩ কোটি টাকা
  • স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন  - - ১২,৯৬০ কোটি টাকা
  • কৃষি খাত  - - ১২,২৭০ কোটি টাকা

প্রস্তাবিত আয়করের স্তর

  • ২,২০,০০০ (পর্যন্ত) - - শুন্য
  • পরবর্তী ৩,০০,০০০ পর্যন্ত - - ১০%
  • পরবর্তী ৪,০০,০০০ পর্যন্ত - - ১৫%
  • পরবর্তী ৩,০০,০০০ পর্যন্ত - - ২০%
  • অবশিষ্ঠ  - - ২৫%
  • মহিলা ও বয়স্কদের (+৬৫) করমুক্ত সীমা - - ২,৫০,০০০ টাকা
  • প্রতিবন্ধীদের করমুক্ত সীমা - - ৩,০০,০০০ টাকা

এলাকাভিত্তিক প্রদেয় ন্যূনতম কর

  • সিটি করপোরেশন এলাকা --- ৩ হাজার
  • জেলা সদরের পৌরসভা --- ২ হাজার
  • উপজেলাসহ অন্যান্য এলাকা --- ১ হাজার