১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা "বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন" অংশের প্রশ্নোত্তর নিয়ে ”বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী” প্রস্তুতি সিরিজ। বিসিএস প্রিলি প্রস্তুতি এর জন্য  kedupoint.com এর ”বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক” থেকে বিভিন্ন প্রশ্নোত্তর ভালভাবে আয়ত্ব করুন।

১. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত -

       ক. দুটি রেডক্রস কনভেনশন নামে

       খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে

       গ. চারটি রেডক্রস কনভেনশন নামে

       ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে

 উত্তর : গ. চারটি রেডক্রস কনভেনশন নামে

 

২. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?

        ক. জেনেভায়

       খ. লন্ডনে

       গ. প্যারিসে

       ঘ. হেগে

 উত্তর : ঘ. হেগে

 

৩. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়?

       ক. ১৯৫০

       খ. ১৯৫৫

       গ. ১৯৬৫

       ঘ. ১৯৬৬

 উত্তর : ঘ. ১৯৬৬

 

৪. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?

       ক. আদ্দিস আবাবা

       খ. নাইরোবি

       গ. ডাকার

       ঘ. কায়রো

 উত্তর : ক. আদ্দিস আবাবা

 

৫. ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-

        ক. ১৯৯০

       খ. ১৯৯১

       গ. ১৯৯২

       ঘ. ১৯৯৫

উত্তর : ঘ. ১৯৯৫

 

৬. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?

        ক. রোম চুক্তি

       খ. ম্যাসট্রিচ চুক্তি

       গ. ভিয়েনা কনভেনশন

       ঘ. ব্রাসেলস কনভেনশন

উত্তর : ক. রোম চুক্তি

 

৭. MIGA কখন গঠিত হয়?

        ক. ১৯৮০

       খ. ১৯৮২

       গ. ১৯৮৫

       ঘ. ১৯৮৮

 উত্তর : ঘ. ১৯৮৮

 

৮. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?

        ক. নিউইয়র্কে

       খ. শিকাগোতে

       গ. টোকিওতে

       ঘ. লন্ডনে

 উত্তর : গ. টোকিওতে

 

৯. ‘হ্যারি পটার’ কী?

        ক. এক জাতীয় ধাতব পাত্র

       খ. সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই

       গ. এক জাতীয় গুচ্ছ বোমা

       ঘ. এক ধরনের খেলনা

 উত্তর : খ. সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই

 

১০. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?

       ক. গ্রিসে

       খ. মেসোপটেমিয়ায়

       গ. রোমে

       ঘ. ভারতে

 উত্তর : খ. মেসোপটেমিয়ায়

 

১১. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?

       ক. যুক্তরাজ্য

       খ. যুক্তরাষ্ট্র

       গ. কোরিয়া

       ঘ. কিউবা

 উত্তর : খ. যুক্তরাষ্ট্র

 

১২. নিচের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?

        ক. ফ্রান্স

       খ. যুক্তরাজ্য

       গ. রাশিয়া

       ঘ. দি নেদারল্যান্ডস্‌

 উত্তর : ঘ. দি নেদারল্যান্ডস্‌

 

১৩. ‘ব্রেটন উড্‌স ইন্‌স্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বুঝায়?

       ক. আইএমএফ ও বিশ্বব্যাংক

       খ. এডিবি

       গ. আইডিবি

       ঘ. কোনটাই না

 উত্তর : ক. আইএমএফ ও বিশ্বব্যাংক

 

১৪. প্রথম ক্লোন শিশু ‘ইভ’ এর জন্ম-তারিখ কী?

        ক. ডিসেম্বর ২৬, ২০০২

       খ. জানুয়ারি ৭, ২০০৩

       গ. মার্চ ২৩, ২০০৩

      ঘ. মার্চ ২৩, ২০০৩

 উত্তর : ক. ডিসেম্বর ২৬, ২০০২

 

১৫. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?

        ক. হোসে সামও

       খ. রবার্ট মুরাবে

       গ. নেলসন ম্যান্ডেলা

       ঘ. অংসান সুচি

 উত্তর : গ. নেলসন ম্যান্ডেলা

 

১৬. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?

        ক. ইসরাইল ও জর্ডান

       খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

       গ. চীন ও তাইওয়ান

       ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর : ঘ. ভারত ও পাকিস্তান

 

১৭. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

     ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ

     খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ

     গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

     ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

 উত্তর: গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

 

১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

     ক. ১ মার্চ ১৯১৯ খৃঃ

     খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ

     গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ

     ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ

উত্তর: খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ

 

১৯. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

     ক. নোয়াখালী

     খ. ফেণী

     গ. লালমনিরহাট

     ঘ. সাতক্ষীরা

 উত্তর: খ. ফেণী

 

২০. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

     ক. ১৯৪৭    খৃঃ

     খ. ১৯৫৮ খৃঃ

     গ. ১৯৬৪ খৃঃ

     ঘ. ১৯৬৫ খৃঃ

উত্তর: গ. ১৯৬৪ খৃঃ