১৬১. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?

        ক. শব্দ

        খ. বর্ণ

        গ. ধ্বনি

        ঘ. চিহ্ন

উত্তর : ক. শব্দ

 

১৬২. সন্ধির প্রধান সুবিধা কি?

        ক. পড়ার সুবিধা

        খ. লেখার সুবিধা

        গ. উচ্চারণের সুবিধা

        ঘ. শোনার সুবিধা

 উত্তর : গ. উচ্চারণের সুবিধা

 

১৬৩. কোন বানান টি শুদ্ধ?

         ক. সমীচীন

        খ. সমিচীন

        গ. সমীচিন

        ঘ. সমিচিন

 উত্তর : ক. সমীচীন

 

১৬৪. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

         ক. শেষের কবিতা

        খ. দোলনচাঁপা

        গ. সোনারতরী

        ঘ. মানসী

 উত্তর : খ. দোলনচাঁপা

 

১৬৫.কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?

         ক. চাষী জীবনের করুণ চিত্র

        খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

        গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

        ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

উত্তর : গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

 

১৬৬. ১৯৫২ সালের ২১ এ ফেব্রুয়ারি পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?

         ক. কবির চৌধুরী

        খ. মুনীর চেীধুরী

        গ. সৈয়দ শামসুল হক

        ঘ. মুনতাসীর মামুন

উত্তর : মুনীর চেীধুরী

 

১৬৭. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?

         ক. যৌগিক বাক্য

        খ. সাধারণ বাক্য

        গ. মিশ্র বাক্য

        ঘ. সরল বাক্য

 উত্তর : ক. যৌগিক বাক্য

 

১৬৮. 'একাদশে ববৃড়ীহস্পতি-এর অর্থ কী?

         ক. আশার কথা

        খ. সৌভাগ্যের বিষয়

        গ. মজা পাওয়া

        ঘ. আনন্দের বিষয়

 উত্তর : খ. সৌভাগ্যের বিষয়

 

১৬৯. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

        ক. সাহেব

        খ. বেয়াই

        গ. সঙ্গী

        ঘ. কবিরাজ

 উত্তর : ঘ. কবিরাজ

 

১৭০ . সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

         ক. কবিতার পঙক্তিতে

        খ. গানের কলিতে

        গ. গল্পের বর্ণনায়

        ঘ. নাটকের সংলাপে

 উত্তর : ঘ. নাটকের সংলাপে

 

১৭১. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?

        ক. ননদ

        খ. প্রিয়

        গ. শিষ্যা

        ঘ. আয়া

 উত্তর :   ক. ননদ

 

১৭২. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

        ক. নাম পদ

        খ. উপ পদ

        গ. প্রতিপাদিক

        ঘ. উপমিত

 উত্তর : গ. প্রতিপাদিক

 

১৭৩. কোন বাক্যটি দ্বারা অনুরধ বুঝায়?

        ক. তুই বাড়ি যা

        খ. ক্ষমা করা ঘোর অপরাধ

        গ. কাল একবার এসো

        ঘ. দূর হও

 উত্তর : গ. কাল একবার এসো

 

১৭৪. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?

       ক. আন

        খ. আই

        গ. আল

        ঘ. আও

উত্তর : খ. আই

 

১৭৫. 'বচন' অর্থ কী?

        ক.  সংখ্যার ধারণা

        খ. গণনার ধারণা

        গ. ক্রমের ধারণা

        ঘ. পরিমাপের ধারণা

 উত্তর : ক.  সংখ্যার ধারণা

 

১৭৬. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?

         ক. সমুচ্চয়ী

        খ. অনন্বয়ী

        গ. পদান্বয়ী

        ঘ. অনুকার

 উত্তর : খ. অনন্বয়ী

 

 ১৭৭. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

         ক. দুল+না

        ক. দোল+না

        গ. দোল+অনা

        ঘ. দোলনা+আ

 উত্তর : ক. দুল+না

 

১৭৮. 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?

         ক. গাছে তুলে মই কাড়া

        ক. এক ক্ষুরে মাথা মোড়ানো

        গ. ধরি মাছ না ছুই পানি

        ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া

 উত্তর : গ. ধরি মাছ না ছুই পানি

 

১৭৯. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

        ক. রূপতত্ত্ব

        খ. ধ্বনিতত্ত্ব

        গ. পদক্রম

        ঘ. বাক্য প্রকরণ

 উত্তর : খ. ধ্বনিতত্ত্ব

 

১৮০. কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?

         ক. বৃন্দ

        খ. কুল

        গ. বর্গ

        ঘ. গ্রাম

 উত্তর : ঘ. গ্রাম