Print
Hits: 1873

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা "বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন" অংশের প্রশ্নোত্তর নিয়ে ”বিসিএস বাংলাদেশ বিষয়াবলী” প্রস্তুতি সিরিজ। বিসিএস প্রিলি প্রস্তুতি এর জন্য  kedupoint.com এর ”বিসিএস প্রিলি প্রশ্ন” ব্যাংক থেকে বিভিন্ন প্রশ্নোত্তর ভালভাবে আয়ত্ব করুন।

০১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীরউত্তম- উপাধিতে ভূষিত করা হয়?

        ক. ২৫৭ জন

       খ. ১৬৩ জন

       গ. ৪৪ জন

       ঘ. ৬৮ জন

উত্তর : ঘ. ৬৮ জন

 

০২. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?

       ক. অ্যামোনিয়া

       খ. টিএসপি

       গ. ইউরিয়া

       ঘ. সুপার ফসফেট

উত্তর : গ. ইউরিয়া

 

০৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

       ক. জয়নুল আবেদীন

       খ. কামরুল হাসান

       গ. হামিদুর রহমান

       ঘ. হাশেম খান

 উত্তর : খ. কামরুল হাসান

 

০৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

       ক. আয়কর

       খ. আমদানি ও রপ্তানি

       গ. ভূমি রাজস্ব

       ঘ. মূল্য সংযোজন কর

উত্তর : ক. আয়কর

 

০৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?

       ক. সেন্টমার্টিন

       খ. মহেশখালি

       গ. হাতিয়া

       ঘ. দ্বীপ

 উত্তর : ক. সেন্টমার্টিন

 

০৬. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

        ক. ২৭

       খ. ২৮

       গ. ৩০

       ঘ. ৪৭

 উত্তর : ক. ২৭

 

০৭. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

       ক. ১৯৭২

       খ. ১৯৭৬

       গ. ১৯৭৭

       ঘ. ১৯৭৮

উত্তর: (১৯৭৪)

 

০৮. সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?

        ক. যুক্তরাষ্ট্র

       খ. কানাডা

       গ. জাপান

       ঘ. চীন

 উত্তর : খ. কানাডা

 

০৯. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

        ক. জাতীয় স্মৃতিসৌধ

       খ. লালবাগের কেল্লা

       গ. সোনা মসজিদ

       ঘ. শহীদ মিনার

 উত্তর : (প্রকৃতপক্ষে, স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল বাংলাদেশের ম্যাপ)

 

১০. বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি?

        ক. জাতিতাত্ত্বিক যাদুঘর

       খ. জাতীয় যাদুঘর

       গ. বরেন্দ্র গবেষণা যাদুঘর

       ঘ. ঢাকা নগর যাদুঘর

 উত্তর : গ. বরেন্দ্র গবেষণা যাদুঘর

 

১১. ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-

        ক. ২০,৩০০ কোটি টাকা

       খ. ১৯,২০০ কোটি টাকা

       গ. ১৭,১০০ কোটি টাকা

       ঘ. ১৯,৫০০ কোটি টাকা

 উত্তর : ক. ২০,৩০০ কোটি টাকা

 

১২. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-

        ক. সোনা মসজিদ

       খ. চট্টগ্রাম

       গ. বেনাপোল

       ঘ. হিলি

উত্তর : গ. বেনাপোল

 

১৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর-

        ক. নাটোরে

       খ. চাঁপাইনবাবগঞ্জে

       গ. জয়পুরহাটে

       ঘ. নওগাঁয়

 উত্তর : খ. চাঁপাইনবাবগঞ্জে

 

১৪. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-

        ক. আট বিলিয়ন

       খ. ছয় বিলিয়ন

       গ. পাঁচ বিলিয়ন

       ঘ. সাত বিলিয়ন

 উত্তর : খ. ছয় বিলিয়ন

 

১৫. সম্প্রতি সাফ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-

        ক. মালদ্বীপ

       খ. ভারত

       গ. পাকিস্তান

       ঘ. নেপাল

উত্তর : ক. মালদ্বীপ

 

১৬. বাংলাদেশ সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয়-

        ক. পঞ্চগড়

       খ. দিনাজপুর

       গ. কুড়িগ্রাম

       ঘ. বান্দরবান

 উত্তর : ক. পঞ্চগড়

 

১৭. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হল-

        ক. ময়মনসিংহ

       খ. টাঙ্গাইল

       গ. বরিশাল

       ঘ. সিরাজগঞ্জ

উত্তর : খ. টাঙ্গাইল

 

১৮. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?

        ক. ১৭ এপ্রিল, ২০০২

       খ. ৯ এপ্রিল, ২০০২

       গ. ১৮ মার্চ, ২০০২

       ঘ. ৩ এপ্রিল, ২০০২

 উত্তর : খ. ৯ এপ্রিল, ২০০২

 

১৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

        ক. কুতুবদিয়া

       খ. সোনাদিয়া

       গ. সন্দ্বীপ

       ঘ. পূর্বাশা দ্বীপ

 উত্তর : ঘ. পূর্বাশা দ্বীপ

 

২০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

        ক. রাঙ্গামাটি

       খ. খাগড়াছড়ি

       গ. বান্দরবান

       ঘ. সন্দ্বীপ

উত্তর : খ. খাগড়াছড়ি