০১. Photosynthesis takes place in -

       ক. Roots of the plant

       খ. Stems of the plants

       গ. Green parts of the plants

       ঘ. All parts of the plants

উত্তর :  গ. Green parts of the plants

 

০২. The term PC means -

       ক. Private computer

       খ. Prime computer

       গ. Personal computer

       ঘ. Professional computer

উত্তর : গ. Personal computer

 

 

০৩. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-

        ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

       খ. অর্ধেক ধ্বংস হয়ে গেলে

       গ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে

       ঘ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে

উত্তর : ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

 

০৪. রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে-

        ক. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

       খ. নাইট্রোজেন সরবরাহ করে

       গ. হাইড্রোজেন সরবরাহ করে

       ঘ. হাইড্রোজেন সরবরাহ করে

 উত্তর : ক. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

 

০৫. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-

       ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্য

       খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

       গ. বৈদ্যুতিক বালব থেকে বেশি আলো পাওয়ার জন্য

       ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে

 উত্তর : খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

 

০৬. পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

        ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান

       খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান

       গ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে

       ঘ. ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান

 উত্তর : ঘ. ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান

 

০৭. মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

        ক. ৭০%

       খ. ৭২%

       গ. ৭৩%

       ঘ. ৮০%

উত্তর : গ. ৭৩%

 

০৮. মূল নেই কোন উদ্ভিদের?

        ক. ফণিমনসা

       খ. বিরুৎ

       গ. গুল্ম

       ঘ. ঊপরের একটিও নয়

 উত্তর : সঠিক উত্তর নেই

 

০৯. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

        ক. মৃদু রঞ্জন রশ্মি

       খ. বিটা রশ্মি

       গ. গামা রশ্মি

       ঘ. কসমিন রশ্মি

উত্তর : গ. গামা রশ্মি

 

১০. ল্যাপটপ কী?

        ক. ছোট কুকুর

       খ. পর্বতারোহণ সামগ্রী

       গ. বাদ্যযন্ত্র

       ঘ. ছোট কম্পিউটার

 উত্তর : ঘ. ছোট কম্পিউটার

 

১১. এসবেসটস কী?

        ক. অগ্নি নিরোধক খনিজ পদার্থ

       খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ

       গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ

       ঘ. এক ধরনের রাসায়নিক পদার্থ

উত্তর : অগ্নি নিরোধক খনিজ পদার্থ

 

১২. পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

        ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে

       খ. বায়ুর চাপ কম থাকার কারণে

       গ. পাহাড়ের ওপর বাতাস কম থাকায়

       ঘ. পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি থাকায়

উত্তর : খ. বায়ুর চাপ কম থাকার কারণে

 

১৩. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ?

       ক. ফসফরাস

       খ. নোইট্রোজেন

       গ. পটাশিয়াম

       ঘ. সালফার

উত্তর : খ. নোইট্রোজেন

 

১৪. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?

       ক. নিউট্রন ও প্রোটন

       খ. ইলেকট্রন ও প্রোটন

       গ. নিউট্রন ও পজিট্রন

       ঘ. ইলেকট্রন ও পজিট্রন

 উত্তর : ক. নিউট্রন ও প্রোটন

 

১৫. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ?

       ক. অক্সিজেন পরিবহণ করা

       খ. রোগ প্রতিরোধ করা

       গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা

       ঘ. উপরে উল্লেখিত সব কয়টি

 উত্তর : ক. অক্সিজেন পরিবহণ করা

 

১৬. সুষম খাদ্যের উপাদান কয়টি ?

       ক. ৪টি

       খ. ৬টি

       গ. ৫টি

       ঘ. ৮টি

 উত্তর :  খ. ৬টি

  

১৭. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে ?

       ক. অগ্ন্যাশয় হতে

       খ. প্যানক্রিয়াস হতে

       গ. লিভার হতে

       ঘ. পিটুইটারী গ্লান্ড হতে

 উত্তর : ক. অগ্ন্যাশয় হতে

 

১৮. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -

       ক. পটক মাছ

       খ. হাঙ্গর 

       গ. শুশুক

       ঘ. জেলী ফিস

উত্তর : গ. শুশুক

 

 ১৯. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -

       ক. গ্লাইকোজেন

       খ. গ্লুকোজ

       গ. ফ্রুক্টোজ

       ঘ. সুক্রোজ

 উত্তর : ক. গ্লাইকোজেন

 

 ২০. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -

       ক. জুওলজী

       খ. বায়োলজী

       গ. ইভোলিউশন

       ঘ. জেনেটিক্স

উত্তর : গ. ইভোলিউশন