২১. কোন খাদ্যে প্রোটিন বেশি ?

       ক. ভাত

       খ. গরুর মাংস

       গ. মসুর ডাল

       ঘ. ময়দা

উত্তর : খ. গরুর মাংস

 

২২. হাড় ও দাঁতকে মজবুত করে -

       ক. আয়োডিন

       খ. আয়রন

       গ. ম্যাগনেসিয়াম

       ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

উত্তর : ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

 

২৩. সুনামীর কারণ হল -

       ক. আগ্নেয়গিরির অগ্নুৎপাত

       খ. ঘূর্ণীঝড়

       গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ

       ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তর :  ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

 

২৪. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল -

       ক. এরোগে মানবদেহের কিডনি নষ্ট হয়

       খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়  

       গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

       ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়

 উত্তর : খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়  

 

২৫. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?

       ক. নদী 

       খ. সাগর

       গ. হ্রদ

       ঘ. বৃষ্টিপাত

উত্তর : ঘ. বৃষ্টিপাত

  

২৬. নবায়নযোগ্য জ্বালানী কোনটি ?

       ক. পরমাণু শক্তি

       খ. কয়লা

       গ. পেট্রোল

       ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর : ক. পরমাণু শক্তি

 

২৭. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

       ক. কৃত্রিম সার প্রয়োগ

       খ. পানি সেচ

       গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

       ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

উত্তর :       খ. পানি সেচ

 

২৮. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?

       ক. তামা

       খ. রূপা

       গ. সোনা

       ঘ. কার্বন 

উত্তর : ক. তামা

 

২৯. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ?

       ক. অড়হর

       খ. ছোলা

       গ. খেসারী

       ঘ. মটর

উত্তর : গ. খেসারী

 

৩০. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -

       ক. পরিপাক

       খ. খাদ্য গ্রহণ

       গ. শ্বসন

       ঘ. রক্ত সংবহন

উত্তর :  গ. শ্বসন

 

৩১. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -

       ক. ঘনত্ব কম

       খ. ঘনত্ব বেশি

       গ. তাপমাত্রা বেশি

       ঘ. দ্রবণীয়তা বেশি

উত্তর : খ. ঘনত্ব বেশি

 

৩২. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?

       ক. নাইট্রিক

       খ. সালফিউরিক

       গ. হাইড্রোক্লোরিক

       ঘ. পারক্লোরিক

উত্তর : খ. সালফিউরিক

 

৩৩. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

        ক. খনির ভিতর

       খ. পাহাড়ের উপর

       গ. মেরু অঞ্চলে

       ঘ. বিষুব অঞ্চলে

উত্তর : গ. মেরু অঞ্চলে

 

৩৪. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

       ক. পিতল

       খ. হীরা

       গ. ইস্পাত

       ঘ. গ্রানাইট

উত্তর : খ. হীরা

 

৩৫. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?

       ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে

       খ. মেমোরি চিপ হিসেবে

       গ. চুম্বক ক্ষেত্র হিসেবে

       ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে

উত্তর : গ. চুম্বক ক্ষেত্র হিসেবে

 

৩৬. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?

       ক. ০⁰

       খ. ১০০⁰

       গ. ৪⁰

       ঘ. -৪০⁰

উত্তর : ঘ. -৪০⁰

 

৩৭. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

       ক. পেনিসিলিন

       খ. ইনসুলিন

       গ. পোলিক এসিড

       ঘ. এমিনো এসিড

উত্তর : খ. ইনসুলিন

 

৩৮. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?

       ক. সোডিয়াম বাইকার্বনেট

       খ. সোডিয়াম গ্লুটামেট

       গ. পটাশিয়াম বাইকার্বনেট

       ঘ. সোডিয়াম মনো গ্লুটামেট

উত্তর : ঘ. সোডিয়াম মনো গ্লুটামেট

 

৩৯. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

       ক. তরল পদার্থ

       খ. বায়বীয় পদার্থ

       গ. কঠিন পদার্থ

       ঘ. নরম পদার্থ

উত্তর : খ. বায়বীয় পদার্থ

 

৪০. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

       ক. নিউট্রন ও প্রোট্রন

       খ. ইলেক্ট্রন ও প্রোটন

       গ.  নিউট্রন ও পজিট্রন

       ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন

উত্তর : ক. নিউট্রন ও প্রোট্রন