৪১. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

       ক. মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে

       খ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী

       গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

       ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী

উত্তর : গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

 

৪২. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

       ক. মেঘ উত্তম তাপ পরিবাহক

       খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

       গ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

       ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

উত্তর : ঘ. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

 

৪৩. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

       ক. নিউক্লিয়াস

       খ. নিউক্লিওলাস

       গ. ক্রোমোজোম

       ঘ. নিউক্লিওপ্লাজম

 উত্তর : গ. ক্রোমোজোম

 

৪৪. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?

       ক. সাগর

       খ. হ্রদ

       গ. নদী

       ঘ. বৃষ্টি

উত্তর : ঘ. বৃষ্টি

 

৪৫. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

        ক. কিডনীর পাথর গলাতে

       খ. পিত্ত পাথর গলাতে

       গ. গলগণ্ড রোগ নির্ণয়ে

      ঘ. নতুন পরমাণু তৈরিতে

উত্তর : গ. গলগণ্ড রোগ নির্ণয়ে

 

৪৬. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

        ক. চন্দ্রগ্রহণ

       খ. সূর্যগ্রহণ

       গ. অমাবস্যা

       ঘ. পূর্ণিমা

উত্তর : খ. সূর্যগ্রহণ

 

৪৭. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

        ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ

       খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ

       গ. ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে

       ঘ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

 উত্তর : ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ

 

৪৮. লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

        ক. লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়

       খ. শূন্য ঘর নীরব থাকে

       গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

       ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

 উত্তর : ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ

 

৪৯. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

        ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়

       খ. পেট্রোল পানির সাথে মিশে না

       গ. পেট্রোল পানির চেয়ে হালকা

       ঘ. খ ও গ উভয়ই ঠিক

 উত্তর : ঘ. খ ও গ উভয়ই ঠিক

 

৫০. কম্পিউটারের কোনটি নেই?

        ক. স্মৃতি

       খ. বুদ্ধি-বিবেচনা

       গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমত

       ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

 উত্তর : খ. বুদ্ধি-বিবেচনা

 

৫১. পিসিকালচার- বলতে কী বোঝায়?

       ক. হাঁস-মুরগি পালন

       খ. মৌমাছি পালন

       গ. মৎস্য চাষ

       ঘ. রেশম চাষ

 উত্তর : গ. মৎস্য চাষ

 

৫২. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

        ক. ক্রোনোমিটার

       খ. ওডোমিটার

       গ. ট্যাকোমিটার

       ঘ. ক্রোসকোগ্রাফ

 উত্তর : গ. ট্যাকোমিটার

 

৫৩. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

       ক. স্ফিগমোম্যানোমিটার

       খ. স্টেথস্কোপ

       গ. কার্ডিওগ্রাফ

       ঘ. ইস্কোকার্ডিওগ্রাফ

উত্তর : ক. স্ফিগমোম্যানোমিটার

 

৫৪. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

        ক. কম হয়

       খ. বেশি হয়

       গ. একই হয়

       ঘ. খুব কম হয়

 উত্তর : গ. একই হয়

 

৫৫. রেক্টিফাইড স্পিরিট হল-

       ক. ৯০% ইথাইল এলকোহল + ১০% পানি

       খ. ৮০% ইথাইল এলকোহল + ২০% পানি

       গ. ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি

       ঘ. ৯৮% ইথাইল এলকোহল + ২% পানি

 উত্তর : গ. ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি

 

৫৬. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

        ক. নিকেল

       খ. টিন

       গ. সীসা

       ঘ. দস্তা (জিঙ্ক)

 উত্তর : ঘ. দস্তা (জিঙ্ক)

 

৫৭. এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-

        ক. আইসোটোপ

       খ. আইসোমার

       গ. আইসোটোন

       ঘ. আইসোবার

 উত্তর : ক. আইসোটোপ

৫৮. নিউটন আবিষ্কার করেন-

        ক. কিউরী

       খ. রাদারফোর্ড

       গ. চ্যাডউইক

       ঘ. থমসন

 উত্তর : গ. চ্যাডউইক

 

৫৯. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয়-

       ক. আইসোটোপ

       খ. আইসোমার

       গ. আইসোটোন

       ঘ. আইসোবার

উত্তর : গ. আইসোটোন

 

৬০. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

        ক. ক্রনোমিটার

       খ. ট্যাকোমিটার

       গ. হাইগ্রোমিটার

       ঘ. ওডোমিটার

উত্তর : খ. ট্যাকোমিটার