৬১. ভূমিকম্প নির্ণয়াক যন্ত্র-

       ক. ব্যারোমিটার

       খ. সেক্সট্যান্ট

       গ. সিসমোগ্রাফ

       ঘ. ম্যানোমিটার

উত্তর : গ. সিসমোগ্রাফ

 

৬২. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-

       ক. গামা রশ্মি

       খ. বিটা রশ্মি

       গ. রঞ্জন রশ্মি

       ঘ. কসমিক রশ্মি 

উত্তর : ক. গামা রশ্মি

 

৬৩. সূর্যে শক্তি উৎপন্ন হয়-

       ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে

       খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

       গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে

       ঘ. তেজস্ক্রিয়তার ফলে

উত্তর : খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

 

৬৪. ডেঙ্গু জ্বরের বাহক-

       ক. এ্যানোফিলিস

       খ. কিউলেক্স

       গ. এডিস

       ঘ. সকল ধরনের মশা

উত্তর : গ. এডিস

 

৬৫. পেনিসিলিয়াম আবিষ্কার করেন-

       ক. রবার্ট হুক

       খ. টমাস এডিসন

       গ. আলেকজান্ডার ফ্লেমিং

       ঘ. জেমস ওয়াট

উত্তর : গ. আলেকজান্ডার ফ্লেমিং

 

৬৬. গ্রীন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে- 

       ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে

       খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে

       গ. নদ-নদীর পানি কমে যেতে পারে

       ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে

উত্তর : ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে

 

৬৭. আমাদের দেশে বনায়নের ‍ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

       ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে

       খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীববজগতকে বাঁচায়

       গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই

       ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তর : খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীববজগতকে বাঁচায়

 

৬৮. বায়ুমণ্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

ক. কার্বন ডাই-অক্সাইড

খ. জলীয় বাষ্প

গ. CFC বা ক্লোরোফ্লুরো কার্বন

ঘ. নাইট্রিক অক্সাইড

উত্তর: গ. CFC বা ক্লোরোফ্লুরো কার্বন

 

৬৯. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒

ক. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

খ. কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড

গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ

ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা

উত্তর: ক. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

 

৭০. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

ক. শুশুক

খ. তিমি

গ. ইলিশ

ঘ. হাঙ্গর

উত্তর: ক. শুশুক

 

৭১. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হল‒

ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

খ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

গ. এ রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে

ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়

উত্তর: ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

 

৭২. কম্পিউটার ভাইরাস হল‒

ক. এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

খ. কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট

গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা

ঘ. কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন

উত্তর: ক. এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

 

৭৩. এনজিওপ্লাস্টি হচ্ছে‒

ক. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া

খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

গ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

ঘ. হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন

উত্তর: খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

 

৭৪. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

ক. কার্বন ডাই-অক্সাইড

খ. কার্বন মনোক্সাইড

গ. নাইট্রিক অক্সাইড

ঘ. সালফার ডাই-অক্সাইড

উত্তর: খ. কার্বন মনোক্সাইড

 

৭৫. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রার সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল‒

ক. ০° সেন্টিগ্রেড

খ. ১০০° সেন্টিগ্রেড

গ. ৪° সেন্টিগ্রেড

ঘ. ২৬৩° কেলভিন

উত্তর: গ. ৪° সেন্টিগ্রেড

 

৭৬. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒

ক. আইসোবার

খ. আইসোটোপ

গ. আইসোটোন

ঘ. আইসোমার

উত্তর: গ. আইসোটোন

 

৭৭. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

ক. ভূকেন্দ্রে

খ. ভূপৃষ্ঠে

গ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে

ঘ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে

উত্তর: খ. ভূপৃষ্ঠে

 

৭৮. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?

ক. লৌহ

খ. ইউরেনিয়াম

গ. প্লুটোনিয়াম

ঘ. নেপচুনিয়াম 

উত্তর: ক. লৌহ

 

৭৯. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?

ক. রাবার

খ. এলুমিনিয়াম

গ. লৌহ

ঘ. তামা

উত্তর: গ. লৌহ

 

৮০. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?

 ক. কাঁচা লৌহ

খ. ইস্পাত

গ. এলুমিনিয়াম

ঘ. কোবাল্ট

উত্তর: গ. এলুমিনিয়াম