১০১. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

        ক. হরমুজ

       খ. জিব্রাল্টার

       গ. বসফরাস

        ঘ. দার্দানেলিস

 উত্তর :   খ. জিব্রাল্টার

 

    ১০২. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

         ক. ধ্রুবতারা

        খ. প্রক্সিমা সেন্টারাই

        গ. লব্ধুক

        ঘ. পুলহ

 উত্তর : গ. লব্ধুক

 

     ১০৩. জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?

         ক. অমাবস্যায়

        খ. একাদশীতে

        গ. অষ্টমীতে

        ঘ. পঞ্চমীতে

 উত্তর : ক. অমাবস্যায়

 

১০৪। পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-   

 ক) La Martini

খ) La Zola

গ) San Antinio

ঘ) San Hose

 উত্তরঃ খ) La Zola 

 

১০৫। বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-

ক) ৫ মে, ১৯৯৪

খ) ৬ এপ্রিল, ১৯৯৪

গ) ৫ মে, ১৯৯৫

ঘ) ৭ মে ১৯৯৫

উত্তরঃ গ) ৫ মে, ১৯৯৫  

 

১০৬। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

 ক) রাজ কাঁকড়া

খ) গণ্ডার

গ) পিপীলিকাভুক ম্যানিস

ঘ) স্নো লোরিস 

 উত্তরঃ ক) রাজ কাঁকড়া  

 

১০৭। ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-

ক) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড

খ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড

গ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ

ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ 

উত্তরঃ ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ   

 

১০৮। বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- 

 ক) ১ মিটার

খ) ১০ মিটার

গ) ১৫ মিটার

ঘ) ৩০ মিটার

 উত্তরঃ খ) ১০ মিটার

 

১০৯। টুথপেস্টের প্রধান উপাদান কি?

 ক) জেলি ও মশলা

খ) ভোজ্য তেল ও সোডা

গ) সাবান ও পাউডার

ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল

 উত্তরঃ গ) সাবান ও পাউডার 

 

১১০। পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-

 ক) আদ্রতা

খ) স্থিতিস্থাপকতা

গ) প্লবতা

ঘ) পৃষ্টটান

 উত্তরঃ ঘ) পৃষ্টটান 

 

১১১। মুক্তা হলো ঝিনুকের-

 ক) খোলসের টুকরা

খ) চোখের মণি

গ) প্রদাহের ফল

ঘ) জমাট হরমোন

 উত্তরঃ  গ) প্রদাহের ফল

 

১১২। ল্যাপটপ হলো এক ধরনের-

 ক) পর্বতারোহণ সামগ্রী

খ) ছোট কুকুর

গ) বাদ্যযন্ত্র

ঘ) ছোট কম্পিউটার

 উত্তরঃ ঘ) ছোট কম্পিউটার 

 

১১৩। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

 ক) প্লাইসটোসিন যুগের

খ) টারশিয়ারী যুগের

গ) মায়োসিন যুগের

ঘ) ডেবোনিয়ান যুগের 

 উত্তরঃ খ) টারশিয়ারী যুগের 

 

১১৪। বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-

 ক) তেতুলিয়া

খ) পঞ্চগড়

গ) বাংলাবান্ধা

ঘ) নকশালবাড়ি

উত্তরঃ গ) বাংলাবান্ধা 

 

১১৫। ‘সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-

 ক) একটি খেলার মাঠ

খ) একটি প্লাবন ভূমির নাম

গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম

ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউণ্ডের নাম

 উত্তরঃ গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম

 

১১৬. Natural protein এর কোড নাম -

 ক) protein – P53

খ)  Protien – P51

গ) Protien – P49

ঘ) Protien – P54

 উত্তরঃ গ) Protien – P49

 

১১৭. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

 ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%

খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প

গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%

ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

 সমাধানঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%

 

১১৮. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

 ক. ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ

খ. বোতাম টিপিয়া ডায়াল করা

গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার

ঘ. নতুন ধরনের মাইক্রোফোন

সমাধানঃ ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ

 

১১৯. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-

 ক. কম্পিউটার

খ. অফসেট পদ্ধতি

গ. ফটো লিথোগ্রাফী

ঘ. প্রসেস ক্যামেরা

 সমাধানঃ  ফটো লিথোগ্রাফী

 

১২০. পীট কয়লার বৈশিষ্ট হল-

 ক. মাটির অনেক গভীরে থাকে

খ. ভিজা  ও নরম

গ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়

ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

সমাধানঃ ভিজা  ও নরম