১২১. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-

 ক. পটকা মাছ

খ. হাঙ্গর

গ. শুশুক

ঘ. জেলী ফিস

সমাধানঃ শুশুক

 

১২২. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্নি বের হয়?

ক. মৃদু রঞ্জন রশ্নি

খ. গামা রশ্নি

গ. বিটা রশ্নি

ঘ. কসমিক রশ্নি

সমাধানঃ গামা রশ্নি

 

১২৩. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

 ক.চাঁদে কোন জীব নেই তাই

খ.চাঁদে কোন পানি নেই তাই

গ.চাঁদে বায়ুমন্ডল নেই তাই

ঘ.চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

সমাধানঃ চাঁদে বায়ুমন্ডল নেই তাই

 

১২৪. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

ক.ধমনীর ভেতর দিয়ে

খ.শিরার ভেতর দিয়ে

গ.স্নায়ুর ভেতর দিয়ে

ঘ.ল্যাকটিয়ালের ভেতর দিয়ে

সমাধানঃ ধমনীর ভেতর দিয়ে

 

১২৫. উপকূলে কোন একটি স্হানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-

ক.প্রায় ১২ ঘন্টা

খ.প্রায় ২৪ ঘন্টা

গ.প্রায় ৬ ঘন্টা

ঘ.চাদের তিথি অনুসার ভিন্ন

সমাধানঃ প্রায় ১২ ঘন্টা

 

১২৬.‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?

ক. হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

খ. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা

গ. হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা

ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

সমাধান: খ. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা

 

১২৭.কোনটি রক্তের কাজ নহে?

ক. কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

খ. ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা

গ. হরমোন বিতরণ করা

ঘ. জারক রস বিতরণ করা

সমাধানঃ ঘ. জারক রস বিতরণ করা

 

১২৮.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

ক. এল.ই.ডি.

খ. সিলিকন চিপ

গ. এল.সি.ডি.

ঘ. আই.সি.

সমাধানঃ খ. সিলিকন চিপ

 

 

১২৯.গ্রীন হাউজ এফেক্টের পরিনতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

ক. উত্তাপ অনেক বেড়ে যাবে

খ. নিম্নভূমি নিম্মজ্জিত হবে

গ. সাইক্লোনের প্রবণতা বাড়বে

ঘ. বৃষ্টিপাত কমে যাবে

সমাধানঃ খ. নিম্নভূমি নিম্মজ্জিত হবে

 

 

১৩০.নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?

ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে

খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে

গ. ওজোন স্তরে ফুটো তৈরি করে

ঘ. দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে

সমাধানঃ গ. ওজোন স্তরে ফুটো তৈরি করে

 

 

১৩১। ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?

ক. ৯.৬ কিলোগ্রাম

খ. ১১.০ কিলোগ্রাম

গ. ৪৮.০কিলোগ্রাম

ঘ. ৫৬.০ কিলোগ্রাম

সমাধানঃ ঘ. ৫৬.০ কিলোগ্রাম

 

১৩২. নদীর একপাশ থেকে গুণ টেনে নেীকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কীভাবে?

ক. যথাযথভাবে হাল ঘুরায়ে

খ. নদীর স্রোত-এর সুকৌশল ব্যবহারে

গ. গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে

ঘ. পাল ব্যবহার করে

সমাধানঃ ক. যথাযথভাবে হাল ঘুরায়ে

 

১৩৩. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?

 ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে

গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

সমাধানঃ গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

 

১৩৪. আল্ট্রাসনোগ্রাফী কী?

ক. নতুন ধরনের এক্সরে

খ. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ

ঘ. শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ 

সমাধানঃ খ. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

 

১৩৫. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে

খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে

গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

ঘ. মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে

সমাধানঃ গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

 

১৩৬. আকাশ নীল দেখায় কেন?

ক.  নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে

খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে

সমাধানঃ গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

 

১৩৭. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?

ক. লাল

খ. সবুজ

গ. নীল

ঘ. বেগুনি

সমাধানঃ বেগুনি

 

১৩৮. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?

ক.শূণ্যতায়

খ.সবুজ

গ.তরল পদার্থে

ঘ.বায়বীয় পদার্থে

সমাধানঃ বায়বীয় পদার্থে

 

১৩৯. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

ক.গাড়ির মধ্যেই বসে থাকবেন

খ.কোন গাছের তলায় আশ্যয় নিবেন

গ.বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

ঘ.বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

সমাধানঃ গাড়ির মধ্যেই বসে থাকবেন

 

১৪০. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক.প্রতিফলন

খ.প্রতিধ্বনি

গ.প্রতিসরণ

ঘ.প্রতিসরাঙ্ক

সমাধানঃ প্রতিধ্বনি