১৬১.সমুদ্র স্রোতের অন্যতম কারণ -

       ক.সমুদ্রের ঘূর্ণিঝড়

       খ. বায়ু প্রবাহের প্রভাব

       গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

       ঘ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা

উত্তর : খ. বায়ু প্রবাহের প্রভাব

 

১৬২.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -

       ক. লেন্সের কাজ করে

       খ. আতশী কাচের কাজ করে

       গ. দর্পনের কাজ করে

       ঘ. প্রিজমের কাজ করে

উত্তর : ঘ. প্রিজমের কাজ করে

 

১৬৩.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -

       ক. কম হয়

       খ. বেশি হয়

       গ. একই হয়

       ঘ. খুব কম হয়

উত্তর : গ. একই হয়

 

১৬৪.সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -

       ক. ক্যাপাসিটর

       খ. জেনারেটর

       গ. ষ্টোরেজ ব্যাটারি

       ঘ. ট্রান্সফরমার

উত্তর : গ. ষ্টোরেজ ব্যাটারি

 

১৬৫.মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?

       ক. ২৫ জোড়া

       খ. ২৬ জোড়া

       গ. ২৩ জোড়া

       ঘ. ২৪ জোড়া

উত্তর : গ. ২৩ জোড়া

 

১৬৬.মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -

       ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে

       খ. খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়

       গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে 

       ঘ. ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে

উত্তর : ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে

 

১৬৭.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -

       ক. হাইড্রোজেন গ্যাস

       খ. মিথেন

       গ. কার্বন মনোক্সাইড

       ঘ. নাইট্রোজেন গ্যাস

উত্তর : খ. মিথেন

 

১৬৮.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো -

       ক. শাজি মাটি

       খ. চুনাপাথর

       গ. জিপশাম

       ঘ. বালি

উত্তর : ঘ. বালি

 

১৬৯.কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -

       ক. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

       খ. তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ

       গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

       ঘ. কম্পিউটার তৈরির নক্সা

উত্তর : গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

 

১৭০.মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় -

       ক. অণু

       খ. পরমাণু

       গ. ইলেকট্রন

       ঘ. প্রোটেন

উত্তর : খ. পরমাণু

 

১৭১.কাজ করার সামর্থ্যকে বলে -

       ক. শক্তি

       খ. ক্ষমতা

       গ. কাজ

       ঘ. বল

উত্তর : ক. শক্তি

 

১৭২.এক মিটার কত ইঞ্চি?

       ক. ১৭.৩৯ ইঞ্চি

       খ. ৩৮.৫৫ ইঞ্চি

       গ. ৩৯.৩৭ ইঞ্চি

       ঘ. ৩৯.৪৭ ইঞ্চি

উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি

 

১৭৩.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -

       ক. কীটপতঙ্গের

       খ. ফুলে ফলে সংস্পর্শে

       গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

       ঘ. পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে

উত্তর : গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

 

১৭৪.সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ

       ক. ৫  কিঃ মিঃ

       খ. ১০ কিঃ মিঃ

       গ. ১৭ কিঃ মিঃ

       ঘ. ১০ নিউটন

উত্তর : ঘ. ১০ নিউটন

 

১৭৫.সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো -

       ক. ইরি ১

       খ. ইরি ৮

       গ. ইরি ৩

       ঘ. ইরি ২০

উত্তর : খ. ইরি ৮

 

১৭৬.ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -

       ক. লোহাকে টেস্পারিং করা হয়েছে

       খ.  সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

       গ. সব বিজাতীয় দ্রব্য  বের করে দেয়া হয়েছে

       ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

উত্তর : খ.  সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

 

১৭৭. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?

       ক. পেট্রোলিয়াম 

       খ. কয়লা

       গ. প্রাকৃতিক গ্যাস

       ঘ. বায়োগ্যাস

উত্তর : ঘ. বায়োগ্যাস

 

১৭৮. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

       ক. মহাকর্ষণ বলের জন্য

       খ. মধ্যাকর্ষণ বলের জন্য

       গ. আমরা স্থির থাকার জন্য

       ঘ. পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

উত্তর : খ. মধ্যাকর্ষণ বলের জন্য

 

১৭৯. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -

       ক. অক্সিজেন ও গ্লুকোজ

       খ. অক্সিজেন ও রক্তের আমিষ

       গ. ইউরিয়া ও গ্লুকোজ

       ঘ. এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড

উত্তর : ক. অক্সিজেন ও গ্লুকোজ

 

১৮০. সংকর ধাতু পিতলের উপাদান হল -

       ক. তামা ও টিন

       খ. তামা ও দস্তা

       গ. তামা ও নিকেল

       ঘ. তামা ও সীসা

উত্তর : খ. তামা ও দস্তা