৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে।
গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Subcategories

অনেকেরই ভীতির জায়গা ইংরেজি। বিসিএস, ব্যাংক সহ অন্যান্য চাকুরী বা ভর্তি পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধিক নম্বর পেতে ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে পরীক্ষায় ধস নামানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখে।  কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার ক্ষেত্রে ইংরেজিতে ভালো করার বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। এখানে ১০ম বিসিএস থেকে অদ্যাবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা ইংরেজী অংশের সংকলন করা হয়েছে। এগুলি ভালভাবে Practice করুন। সকল পর্ব দেখতে থাকুন..

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা বাংলা বিষয়াবলী (বাংলা ব্যকরণ ও বাংলা সাহিত্য) অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা বাংলাদেশ বিষয়াবলী অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়াবলী অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন।