• নাটক হলো - - দৃশ্যকাব্য।
  • নাটকের উৎপত্তি হয় - - গ্রীসে।
  • বাংলা নাটক মঞ্চায়ন, রচনায় ও অনুবাদে যে বিদেশীর নাম প্রথমে আসে - - হেরাসিম লেবেডফ।
  • দি ডিসগাইজ নাটকের বাংলা আনুবাদক  - - হেরাসিম লেবেডফ।
  • ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হলো - - জীবনানুভূতির গভীরতায়।
  • নাটক ও প্রহসনের মূল পার্থক্য হলো - - ব্যঙ্গ বিদ্রুপ

বিখ্যাত ঐতিহাসিক নাটক Famous Historical Drama

নাটকের নাম

নাট্যকার

নাদির শাহ (১৯৩২)

আকবর উদ্দীন

অগ্নিগিরি

আসকার ইবনে শাইখ

কামাল পাশা (১৯২৭)

ইব্রাহিম খাঁ

স্পেন বিজয়ী মুসা

ইবরাহিম খলিল

সিরাজউদৌল্লা (১৯০৬)

গিরীশ চন্দ্র ঘোষ

সাজাহান (১৯০৯)

দ্বিজেন্দ্রলাল রায়

কৃষ্ণকুমারী (১৯৬১)

মধুসুধন দত্ত

টিপু সুলতান

মহেন্দ্র গুপ্ত

রক্তাক্ত প্রান্তর (১৯৫৯)

মুনীর চৌধুরী

প্রায়শ্চিত্ত (১৯০৯)

রবীন্দ্রনাথ ঠাকুর

সিরাজউদৌল্লা

শচীন্দ্রনাথ সেন গুপ্ত

সরফরাজ খাঁ

শাহাদাৎ হোসেন

বাংলার মসনদ

ক্ষিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ

সিরাজউদৌল্লা(১৯৬৫)

সিকান্দার আবু জাফর

 

বিখ্যাত সামাজিক নাটক Famous Social Drama

নাটকের নাম

নাট্যকার

অলীক বাবু

জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর

ছেঁড়া তার, দুঃখীর ইসান

তুলসী লাহিড়ী

চিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)

মুনীর চৌধুরী

কুলিনকুল সর্বস্ব (১৮৫৪)

রাম নারায়ন তর্করত্ন

মানচিত্র (১৯৬৩)

আনিস চৌধুরী

প্রফুল্ল (১৮৮৯)

গিরিশ চন্দ্র ঘোষ

ব্যাপিকা বিদায়

অমৃত লাল বসু

প্রচ্ছদপট

আসকার ইবনে শাইখ

নীল দর্পন (১৮৬০)

দীনবন্দু মিত্র

পুনর্জন্ম

দ্বিজেন্দ্রলাল রায়

নয়াখান্দান

নূরুল মোমেন

নবান্ন

বিজন ভট্ট্রচার্য

জমিদার দর্পন (১৮৭৩)

মীর মোশারফ হোসেন

চিরকুমার সভা (১৩০৮বাং)

রবীন্দ্র নাথ ঠাকুর

বহ্নিপীর (১৯৬০)

সৈয়দ ওয়ালী উল্লাহ