Proverb

  • Proverb (Part-1)

    Mohammad Abdullah

    যে কোন চাকুরির পরীক্ষায় প্রবাদ বাক্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এগুলো আয়ত্ত্ব করতে পারলে সব ধরণের  প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তর দিতে পারবে। এর জন্য দরকার প্রতিনিয়ত চর্চা। পর্যায়ক্রমে আমরা গুরুত্বপূর্ণ প্রায় ৫০০ প্রবাদ বাক্য পোষ্ট করব। নিয়মিত চর্চার মাধ্যমে এগুলো আয়ত্ত্ব করতে পারলে আশা করি পরীক্ষায় উত্তর করতে পারবে।

     

     1) অকারনে কোন কিছুই ঘটে না।

    =No smoke without fire.

    2) কয়লা ধুইলেও ময়লা যায় না।

    Black will take no other hue.

    3) খালি কলসি বাজে বেশি।

    =An empty vessel sounds much.

    4) অতি আদরে সন্তান নষ্ট।

    =Spare the rod, spoil the child.

    5) অতি চালাকের গলায় দড়ি।

    =Too much cunning overreaches itself.

    6) অতি দর্পে হত লঙ্কা।

    =Pride goeth (goes) before destruction.

    ৭) অতি বাড় বেড়না ঝড়ে ভাঙবে মাথা।

    =Pride will have a fall.

    ৮) অতি ভক্তি চোরের লক্ষণ।

    =Too much courtesy, too much craft.

    ৯) অতি যত্নে মরণ ফাঁদ।

    =Care killed the cat.

    ১০) অতি লোভে তাঁতি নষ্ট।

    =To kill the goose that lays the golden eggs.

  • Proverb (Part-10)

    Mohammad Abdullah,

    ১) দুর্ভাগ্য অনেক স্থলে সৌভাগ্যের মূল

    =Adversity often leads to prosperity.

    ২) দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল

    =Better alone than an evil company.

    ৩) দূরের জিনিস ভাল মনে হয়

    =Blue are the hills that are fur from us.

    ৪) দেওয়ালেরও কান আছে

    =Even walls have ears.

    ৫) দেখে শুনে পা বাড়াও

    =Look before you leap.

    ৬) দেমাগ দেখে উন্নতি বুঝা যায়

    =Moodiness is a common feature of growing up.

    ৭) দেরি হলেও সংশোধনের সময় থাকে

    =It is never too late to mend.

    ৮) দোষী নিজেই নিজের স্বাক্ষী

    =The guilty mind needs no accuser.

    ৯) ধর্মের ঢাক আপনি বাজে

    =Virtue has its own reward.

    ১০) ধরি মাছ না ছুঁই পানি

    =Give a dog a bad name and hung him.

  • Proverb (Part-11)

    Mohammad Abdullah

    ১) নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা

    =To cut off one’s nose to spite one’s face.

    ২) নিজের পায়ে কুড়াল মারা

    =To dig one's own grave.

    ৩) নিজের প্রশংসা নিজে করা

    =To indulge in one’s praise.

    ৪) নিজের বোন ভাত পায় না, শালীর তরে মন্ডা

    =Sausage for the master, beef steak for the dog.

    ৫) নিজের ভাল পাগলেও বোঝে

    =Even a fool knows his business.

    ৬) নিজের শোবার ঠাঁই নেই শংকরাকে ডাকে

    =He who has nothing to spare must not keep a dog.

    ৭) নিজের স্বার্থ পাগলেও বোঝে

    =Even a fool knows his business.

    ৮) নিজেরটা সবাই বড় দেখে

    =One’s own things are the best.

    ৯) নিতে জানি দিতে জানি না

    =Sweet is the wine, but sour is the payment.

    ১০) নুন আনতে পানতা ফুরায়

    =Hunger waits for no delicacy.

  • Proverb (Part-12)

    Mohammad Abdullah

    ১) পাগলের ভুল হয় না

    =None but a fool is always right.

    ২) পান না তাই খান না

    =One blames what one cannot get.

    ৩) পাপ ছাড়ে না বাপকে

    =Every sin carries its own punishment.

    ৪) পাপে মৃত্যু আনে

    =The wages of sin is death.

    ৫) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়

    =Ill got, ill spent.

    ৬) পুণ্য কাজ বাইরের কোন পুরস্কারের অপেক্ষা রাখে না

    =Virtue is its own reward.

    ৭) পুরনো অভ্যাস যেতে চায় না

    =Old habits die hard.

    ৮) পুরনো চাল ভাতে বাড়ে

    =All that is old is not bad.

    ৯) পেটে খেলে পিঠে সয়

    =Pain is forgotten where gain follows.

    ১০) পেটেরটার আশায় কোলেরটা মেরো না

    =Don’t exchange substance for shadow.

  • Proverb (Part-13)

    Mohammad Abdullah

    ১) বহু সন্ন্যাসীতে গাঁজন নষ্ট

    =Too many cooks spoil the broth.

    ২) বাতির নিচে অন্ধকার

    =The nearer the church, the further from God.

    ৩) বাপকা বেটা, সিপাহীকা ঘোড়া

    =Like father, like son.

    ৪) বাপ-মার দেখেই ছেলে পুলে শিখে

    = The parent’s life is the child copybook.

    ৫) বারো মাসে তের পার্বণ

    =A superabundance of occasions for celebrations.

    ৬) বামুন গেল ঘর, তো লাঙ্গল তোলা কর

    =When the cat is away, the mice will play.

    ৭) বাঁশের চেয়ে কঞ্চি বড়

    =The chip is tougher than the old block.

    ৮) বিচার করে কাজ কর

    =Think before you act.

    ৯) বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়

    =Fools rush in where angels fear in tread.

    ১০) বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত

    =Art is long, life is short.

    ১১) বিধি যদি করে মন তুষ্ট হতে কতক্ষণ

    =When God wills, all will brings rain.

    ১২) বিন্দু বিন্দু জলেই সিন্দুর জন্ম

    =Drops of water make the ocean.

    ১৩) বিনা বাতাসে গাংয়ের পানিও নড়ে না

    =Where there is smoke, there is fire.

  • Proverb (Part-4)

    Mohammad Abdullah

    ১) কপালের ভোগ ভুগতেই হয়।

    = What cannot be cured must be endured.

    ২) কপালের লিখন না যায় খন্ডন।

    = One must submit to the inevitable.

    ৩) কম পানির মাছ বেশি পানিতে পড়লেও মাছ বেশি লাফায়।

    =Being unnecessarily flashy is pointless.

    ৪) কয়লা ধুইলে ময়লা যায় না।

    =One’s own nature remains unchanged.

    ৫) কর অথবা মর।

    =Do or die.

    ৬) কর্জ নাই কষ্ট ও নাই।

    =Out of debt, out of danger.

    ৭) কর্তার ইচ্ছায় কর্ম।

    =The master’s will is law.

    ৮) কষ্ট বিনা কেষ্ট মিলে না।

    =Strive and you will win.

    ৯) কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহীতে।

    =Strive and you will win.

    ১০) কাঁচা বাঁশে ঘুন ধরা।

    =To be spoiled in early youth.

    ১১) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁস ঠাঁস।

    =A pet lamb makes a cross ram.

    ১২) কাঁটা ছাড়া ফুল হয় না।

    =Strive and you will win.

    ১৩) কাঁটা দিয়ে কাঁটা তোলা।

    =To set a thief to catch a thief.

    ১৪) কাঁটায় কাঁটা তোলা যায়।

    =Like cures like.

    ১৫) কাকের মাংসে কাক খায় না।

    =One raven will not pluck another’s eyes.

    ১৬) কাছে থাকলে পোড়ে মন দূরে গেলে ঠন ঠন।

    =Out of sight, out of mind.

    ১৭) কাছের লোক ট্রেন ধরতে পারে না।

    =He who gets easy, loses easy.

    ১৮) কাজে কুঁড়ে ভোজনে দেড়ে।

    =Slow of work but quick to eat.

    ১৯) কাজের এদিক ওদিক সব পন্ড

    =Catch at the shadow and lose the substance.

    ২০) কাজের সময় কাজি, কাজ ফুরালে পাঁজি।

    =When the danger is gone, God is forgotten.

    ২১) কাটা গায়ে ‍নুনের ছিটা।

    =To add insult to injury.

    ২২) কাদা ঘেঁটো না।

    =Let sleeping dogs lie.

    ২৩) কান টানলে মাথা আসে।

    =Given the one, the other will follow.

    ২৪) কানা গরুর ভিন্ন পথ।

    =The fool strays from the safe path.

    ২৫) কানা ছেলের নাম পদ্ন লোচন।

    =Appearances are deceptive.

    ২৬) কামলা. আপনি সামলা।

    =Physician, heal thyself.

    ২৭) কামারের কাজ কুমারের সাজে না।

    =The cobbler should stick to his last.

    ২৮) কার নয়নে কারে লাগে যে ভাল।

    =There is no account for taste.

    ২৯) কার শ্রাদ্ধ কে বা করে, খোলা কেটে বামুন মরে।

    =What is everybody’s business is nobody’s business.

    ৩০) কারণ বিনা কায হয় না।

    =No smoke without fire.

     

  • Proverb (Part-5)

    Mohammad Abdullah

    ১) কারো আগেও নাই, কারো পাছেও নাই।

    = Neither a borrower, nor a lender be.

    ২) কারো খেলা, কারো জ্বালা।

    =What is sport to the cat is death to the rat.

    ৩) কারো পৌষ মাস, কারো সর্বনাশ।

    =One's harvest month, is another's complete devastation.

    ৪) কাল নেমির লঙ্কা ভাগ।

    =To count one’s chickens before they are hatched.

    ৫) কিল খেয়ে কিল চুরি করা।

    =To pocket an insult.

    ৬) কুঁড়ের অন্ন হয় না।

    =The indolent can never thrive.

    ৭) কু-কথা বাতাসের আগে ছড়ায়।

    =Bad news runs fast.

    ৮) কুকুরকে লাই দিলে মাথায় উঠে।

    =Give him an inch and he will take an ell.

    ৯) কুকুরের পিঠে ঘি সয় না।

    =Habit is the second nature.

    ১০) কু-সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।

    =Better alone than an evil company.

    ১১) কেউই জ্ঞানী হয়ে জন্মায় না।

    =No man is born wise.

    ১২) কেবল মন দিয়েই মন জয় করা যায়।

    = Heart alone buys heart.

    ১৩) কৈ মাছের প্রাণ বড় শক্ত।

    =A cat has nine lives.

    ১৪) কৈ এর তেলে কৈ ভাজা।

    =To get without spending.

    ১৫) কোন বৃহৎ কায রাতারাতি সম্পন্ন হয় না।

    =Rome was not built in a day.

    ১৬) কৌশলে কার্যোদ্ধার।

    =We leave God alone when we are safe from danger.

    ১৭) ক্ষমা কর ও ভুলে যাও।

    = Forgive and forget.

    ১৮) ক্ষমা পরম ধর্ম।

    = Forgiveness is a great virtue.

    ১৯) ক্ষুধা পেলে বাঘও ধান খায়।

    = Hungry is the best sauce.

    ২০) ক্ষুধার জ্বালায় বাছ বিচার থাকে না।

    = Hungry dogs will eat dirty pudding.

    ২১) ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।

    = A hungry fox is an angry fox.

    ২২) খাটার মজা তলে আছে।

    =  Wait and see.

    ২৩) খাল কেটে কুমির আনা।

    =To bring an calamity by one’s own imprudence.

    ২৪) খালি পাতিল বাজে বেশি।

    =Empty vessels sound much.

    ২৫) খুন তার প্রমান পেয়ে যায়।

    =Murder will out.

    ২৬) খেতে দিলে শুতে চায়।

    = Give him an inch and he will take an ell.

    ২৭) খোশ খবরের মিথ্যেও ভাল।

    =Good news is good, even it is proves false.

    ২৮) গড়তে যত সময় লাগে ভাঙ্গতে তত সময় লাগে না।

    =One is not so soon healed as hurt.

    ২৯) গড়ার চেয়ে ভাঙ্গা বেশি সহজ।

    =It is easy to pull down than build.

    ৩০) গতস্য শোচনা নাস্তি।

    = It is no use crying over spilt milk.

     

  • Proverb (Part-6)

    Mohammad Abdullah

     

    ১) গভীর জল ধীরে বয়।

    = Still water run deep.

    ২) গরজে গোয়ালা ঠেরা বয়।

    =What cannot be cured must be endured.

    ৩) গরিবের কথা বাসি হলে ফলে।

    =Nobody listen to the advice of an ordinary man however good it may prove in the long run.

    ৪) গরু মেরে জুতা দান।

    =To rob Peter to rob Paul.

    ৫) গলার নিচে গেলে আর মনে থাকে না।

    =Eaten bread is soon forgotten.

    ৬) গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।

    =Practice makes a man perfect.

    ৭) গাং ডিঙ্গালে কুমিরকে কলা।

    =When the danger is gone, God is forgotten.

    ৮) গাঁয়ে মানে না আপনি মোড়ল।

    =A self-constituted leader.

    ৯) গাছে কাঁঠাল গোঁফে তেল।

    =To count one’s chickens before they are hatched.

    ১০) গাছে না ‍উঠতেই এক কাঁদি।

    =To count one’s chickens before they are hatched.

    ১১) গাছেরও খাওয়া, তলারও কুড়ানো।

    =To reap the double advantage.

    ১২) গাধা গাধাই, হোক সে রাজার গাধা।

    =The ass of a king is still but an ass.

    ১৩) গুজব খুব দ্রুত ছড়ায়।

    =Rumour is a great traveller.

    ১৪) গেঁয়ো যোগী ভিখ পায় না।

    =A prophet is not honoured in his own country.

    ১৫) গোড়া কেটে ডগায় পানি দেওয়া।

    =Console a person after undoing him.

    ১৬) গোদের উপর বিষ ফোঁড়া।

    =Heaping of sorrow upon sorrow.

    ১৭) অধিক মাখামাখিতে মান নষ্ট।

    =Familiarity breeds contempt.

    ১৮) গোলাপেরও কাঁটা  আছে।

    =No rose without thorns.

    ১৯) গ্রাম নাই তার সীমনা।

    =Beggars must not be choosers.

    ২০) ঘর পোঁড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।

    =A burnt child always fears (dreads) the fire.

    ২১) ঘরের কেচ্ছা বাইরে গাওয়া।

    =Wash one’s dirty linen in public.

    ২২) ঘরের খাবার খেয়ে বনের বাঘ তাড়ানো।

    =To work for others without remuneration. 

    ২৩) ঘরের শত্রু বিভীষণ।

    = A serpent under the flower

    ২৪) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি।

    = You must not see things with half an eye

    ২৫) ঘুমন্ত কুকুরকে ঘুমাতে দাও।

    = Let sleeping dogs lie.

    ২৬) ঘুমন্ত শৃগালের মুরগি জোটে না।

    = The indolent can never thrive.

    ২৭) ঘুমন্ত সিংহের হরিণ জোটে না।

    = The indolent can never thrive

    ২৮) ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

    = As the boy, so the man.

    ২৯) ঘোড়া দেখলে খোঁড়া।

    = Give him an inch and he will take an ell.

    ৩০) ঘোড়ার আগে গাড়ি যোতা।

     =To put the curt before the horse.

  • Proverb (Part-7)

    Mohammad Abdullah

    ১) চক চক করিলেই সোনা হয় না।

    =All that glitters is not gold.

    ২) চক্ষু মন্দ তো জগৎ মন্দ।

    =All seems yellow to the jaundiced eye.

    ৩) চর্চায় সিদ্দি লাভ হয়।

    =Practice makes a man perfect.

    ৪) চন্দ্রেরও কলঙ্ক আছে।

    =There is no unmixed good.

    ৫) চাচা আপন প্রাণ বাঁচা।

    =Everyone looks after his own interest.

    ৬) চালুনি বলে, ছুচ, তোর মাথায় একটা ফুটো।

    =Soucepan should not call the kettle black.

    ৭) চিকিৎসা অপেক্ষা প্রতিকার ভাল।

    =Prevention is better than cure.

    ৮) চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা।

    =Stealing is beneficial untill being caught

    ৯) চেনা বামুনের পৈতা লাগে না।

    =A known man needs no recommendation

    ১০) চেষ্টা ছাড়া কিছুই হয় না।

    =Nothing venture, nothing have.

    ১১) চেষ্টার অসাধ্য কাজ নেই।

    =Try your best, and you will win.

    ১২) চোখ সব কিছু দেখে কেবল নিজে দেখে না।

    =Eyes cannot see themselves

    ১৩) চোখ হল মনের জানালা।

    =The eyes are the window of the soul.

    ১৪) চোখের আড়াল, মনের আড়াল।

    =Absence begets forgetfulness

    ১৫) চোর পালালে বুদ্ধি বাড়ে।

    =To lock (shut) the stable-door when the steed is stolen

    ১৬) চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান হতে।

    =He runs with the hare and hunts with the hunts.

    ১৭) চোরে চোরে মাসতুতো ভাই।

    =Birds of a same feather, flock together.

    ১৮) চোরে না শুনে ধর্মের কাহিনী।

    =The devil would not listen to the scriptures.

    ১৯) চোরের সাক্ষী গাঁট কাটা।

    =As is the party so is the witnesses.

    ২০) ছাই ফেলতে ভাঙ্গা কুলা।

    =What is fit for what

    ২১) ছাই মাখলেই সন্ন্যাসী হয় না।

    =It is not the hood that makes the monk

    ২২) ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেড়োয়।

    =Give him an inch and he will take an ell.

    ২৩) ছুঁচো মেরে হাত গন্ধ।    

    =Sue a beggar and get a bush.

    ২৪) ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা।

    =To build castle in the air.

    ২৫) ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

    =Don’t nag me, and leave me in peace.

    ২৬) ছেলের হাতের মোয়া।

    =Child’s plaything.

    ২৭) ছোট দোষও বড় ক্ষতি করে।

    =A little leak will sink a great.

    ২৮) জলে কুমির ডাঙ্গায় বাঘ।

    =Nothing succeeds like success.

    ২৯) জিদের ভাত কুকুরে খায়।

    =Perversity brings losses.

    ৩০) জিব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি।

    =God never sends mouth, but sends meat.

               

  • Proverb (Part-8)

    Mohammad Abdullah

    ১) জলে কুমির ডাঙ্গায় বাঘ।

    =Between the devil and the deep sea.

    ২) জলেই জল বাঁধে।

    =Nothing succeeds like success.

    ৩) জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়।

    =Life is but a walking shadow.

    ৪) জোড় যার মুল্লুক তার।

    =Might is right.

    ৫) জ্ঞানই বল।

    =Knowledge is power.

    ৬) জ্ঞান হীন উৎসাহ লাগাম ছাড়া ঘোড়ার মত।

    =Zeal without knowledge is a runaway horse.

    ৭) জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি।

    =To add fuel to the fire.

    ৮) ঝড়ের সময় সবাই ধার্মিক।

    =All criminals turn preacher when under the gallows.

    ৯) ঝিকে মেরে বৌকে শিখানো।

    =To teach the guilty a lesson by railing at the innocent.

    ১০) ঝুঁকি না নিলে লাভ হয় না।

  • Proverb (Part-9)

    Mohammad Abdullah,

    ১) ঢাক ঢাক গুড় গুড়

    = Penny wise, pound foolish.

    ২) ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার

    =A carpet knight.

    ৩) ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়

    =Tit for tat.

    ৪) ঢেঁকি স্বর্গে গেলে ও ধান ভানে

    =Habit is the second nature.

    ৫) তলোয়ার হাতে থাকলে শিয়ালও বাঘ বনে যায়

    =Sword makes a man soldier

    ৬) তাড়াহুড়ায় ক্ষতি হয়

    =Haste makes waste.

    ৭) তাল পুকুর নাম কিন্তু ঘটি ডুবে না

    =Appearance is deceptive.

    ৮) তাহার সংসার অচল

    =He can hardly keep the wolf from the door.

    ৯) তিলক কাটলেই বৈষ্ণব হয় না

    =It is not the hood that makes a monk.

    ১০) তিলকে তাল করা

    =Magnify trifles.

  • Proverb English to Bangla (Part-14)

    Mohammad Abdullah

    এই পর্বে আমরা শিখব কিছু Proverbs, যাকে বাংলায় বলে প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য। এসকল প্রয়োজনীয় Proverbs/প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য/Bangla to English Proverbs (বাংলা থেকে ইংলিশ প্রবাদ বাক্য)বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রতিযোগীতামূলক পরীক্ষায় আসতে পারে।

    ১) বোকা চুপ করে থাকতে পারে না

    =A fool cannot be silent.

    ২) বোকা হাসে অন্যের হাসি দেখে

    =All fool laughs when others laugh.

    ৩) বোকার হাসি দশ বার

    =Fools laugh ten times.

    ৪) ব্যর্থতা সাফল্যেরই ভিত্তি ভূমি

    =Failure are but pillars of success.

    ৫) ব্যবহারে বংশের পরিচয়

    =Manners make the man.

    ৬) ব্যবহারই মানুষকে তৈরী করে

    =Manners make the man.

    ৭) ভড়া কলসি নড়ে না

    =Still waters run deep.

    ৮) ভয় করলে ভয় আপনি এসে পড়ে

    =Harm watch, harm catch

    ৯) ভাই ভাই ঠাঁই ঠাঁই

    =Brothers will part.

    ১০) ভাগের মা গঙ্গা পায় না

    =Too many cooks spoil the broth.

  • Proverb English to Bangla (Part-15)

    Mohammad Abdullah,

    এই পর্বে আমরা শিখব কিছু Proverbs, যাকে বাংলায় বলে প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য। এসকল প্রয়োজনীয় Proverbs/প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য/Bangla to English Proverbs (বাংলা থেকে ইংলিশ প্রবাদ বাক্য)বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রতিযোগীতামূলক পরীক্ষায় আসতে পারে।

    ১)মরনের সময় অসময় নাই

    =Death keeps no time.

    ২)মরলে মূল্যায়ন হয়

    =Virtue is paid after death./ Blessings are not valued till they are gone./ We never know the worth of water till the well is dry.

    ৩) মরার আগে কেউ সুখি নয়

    =Call no man happy till he dies.

    ৪) মশা মারতে কামান দাগা

    =To break a butterfly on a wheel. /To take a hammer to spread a paster

    ৫) মহৎ লোকেরা এক রকম  চিন্তা করেন

    =Great minds think alike.

    ৬)মাছের তেলে মাছ ভাজা

    =To get without spending.

    ৭) মাথা নেই তার মাথা ব্যাথা

    =A beggar can never bankrupt. /Bachelors’ wives and maids’ children are always well taught.

    ৮)মানিকের খানিক ভাল

    =Brevity is the soul of wit.

    ৯) মানুষ অভ্যাসের দাস

    =Habit is the second God./ Habit is the second nature.

    ১০) মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে

    =Man is the architect of his own fortune.

    ১১) মানুষ ভাবে এক আর হয় আর এক

    =Nature goes adverse to men.

    ১২) মানুষের কুটুম এলে গেলে

    =Out of sight, out of mind. / Absence begets forgetfulness.

    ১৩) মায়ের চেয়ে দরদ যার তারে বলে ডাইনি

    =Too much courtesy, too much craft.

    ১৪) মায়ের সামনে মামা বাড়ির গল্প কর না

    =Don’t teach your grandmother to suck egg.

    ১৫) মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য বিধাতা

    =The hand that rocks the cradle rules the world./ Mother influences the child and through him the world at large.

    ১৬) মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার

    =Pitch your aim high.

    ১৭) মিথ্যুকের ভাল স্মৃতিশক্তি থাকতে হয়

    =A lier ought to have a good memory.

    ১৮) মিষ্টি কথায় চিড়া ভেজে না

    =Fair (fine) words butter no parsnips.

    ১৯) মিষ্টি হাসি প্রেমের লক্ষণ

    =Sweet laugh is a sign of love.

    ২০) মুকুট না আগুনের ডানা

    =Uneasy lies the head that wears the crown.

    ২১) মুর্খ মুর্খতা শেখায়

    =The blind leading the blind.

    ২২) মুখ দেখলেই মন বুঝা যায়

    =Face is the indicator of mind.

    ২৩) মুখে বলি লম্বা, কাজে অষ্টারম্ভা

    =Great talkers are little doers.

    ২৪) মৃত্যু বলে কয়ে আসে না

    =Death keeps no calendar.

    ২৫) যত গুড়, তত মিঠা

    =The more, the merrier.

    ২৬) যত তাড়াহুড়া করবে তত দেরি হবে

    =More haste, less speed.

    ২৭) যত দোষ নন্দ ঘোষ

    =All are blaming nobody.

    ২৮) যত হাসি তত কান্না বলে গেছে রামশর্মা

    =After sweetmeat comes sour sauce.

    ২৯) যতক্ষন শ্বাস, ততক্ষন আশ

    =A drowning man catches at a straw./ While there is life, there is hope./ Hope springs eternal in the human breath.

    ৩০) যমের শত্রু বন্ধু হয়

    =The enemy of my enemy is my friend.

  • Proverb. (Part-2)

    Mohammad Abdullah,

     

    ১)অভ্যাসই স্বভাবে দাঁড়ায়

    =Habit is the second nature.

    ২)অযথা বিপদের মধ্যে যাওয়া যুক্তিযুক্ত নয়

    =Discretion is the better part of valour

    ৩)অরণ্যে রোদন করা

    =To cry in the wilderness

    ৪)অলস মস্তিষ্ক শয়তানের কারখানা

    =Let us enjoy while in leisure

    ৫)অলসতা দারিদ্রের কারণ

    =Indolence is the mother of poverty.

    ৬)অল্প বিদ্যা ভয়ঙ্করি

    =A little learning is a dangerous thing.

    ৭)ইঁচড়ে পাকলে গোল্লায় যায়

    = ‍Soon ripe, soon rotten.

    ৮)অসৎ পথে আয় অসৎ পথেই যায়

    =Ill got ill spent

    ৯)অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু

    =A friend in need is a friend indeed.

    ১০)অসারের তর্জন গর্জন সার

    =Empty vessels sound much.

  • Proverb.. (Part-3)

    Mohammad Abdullah,

    1) ইঁচড়ে পাকলে গোল্লায় যায়।

    =Soon ripe, soon rotten.

    2) উঁচু গাছেই বেশি ঝড় লাগে।

    =High winds blow on high hills.

    3) উঠন্তি মূলো পতনেই চেনা যায়।

    =Morning shows the day./ Child is father to the man.  

    4) উঠলো বাই, তো কটক যাই।

    =To act on the spur of the moment.

    5) উঠোন পেরুলেই অর্ধেক সফর।

    =Well begun is half done.

    6) উৎপাতের কড়ি চিৎপাতে যায়।

    =Ill got, ill spent.

    7) উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।

    =The boot is on the wrong leg./

    8) উদ্যোগ ছাড়া কিছুই হয় না।

    =Nothing venture, nothing have.

    9) উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা ভাল।

    =Example is better than precept.

    10) উলু বনে মুক্ত ছড়ানো।

    =To cast pearls before swine.