যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার সেরা একশটি স্টার্টআপ বা ব্যবসা উদ্যোগের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে পড়ালেখার ডিজিটাল প্ল্যাটফরম শিখো। 

২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে শিখো বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের জন্যে সহজ ও আনন্দদায়ক করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই স্বীকৃতি হিসেবে এবার প্রতিষ্ঠানটি এশিয়ার সেরা একশটি স্টার্টআপের তালিকায় স্থান করে নিল।

 
গত ২৯ আগস্ট ‘ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ ২০২২’ নামে এই তালিকা প্রকাশ করা হয়।এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে মহামারীপরবর্তী অবস্থা চলছে। এর মধ্যে আমরা এ অঞ্চল জুড়ে ১০০ ছোট কোম্পানি এবং উদ্ভাবনী উদ্যোগ আলাদা করেছি, যারা নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবনী পণ্য এবং পরিষেবাগুলোর সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তালিকায় সিঙ্গাপুরের সর্বোচ্চ ১৯টি এবং হংকংয়ের ১৬টি উদ্যোগ রয়েছে। মোট ৬৫০ স্মার্টআপ থেকে বিচারকদের মতের ভিত্তিতে সেরা ১০০টি নির্বাচন করা হয়েছে।


শিখোতে রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সিলেবাসসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স। 


শিশির চৌধুরী প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান সম্পর্কে তালিকার প্রতিবেদনে বলা হয়, এটি হলো এমন এক শিক্ষা প্ল্যাটফর্ম যা লাইভ লেকচার, অনলাইন মক টেস্ট, নোট এবং অ্যানিমেশনের মাধ্যমে বাংলাদেশের হাইস্কুলগুলোর পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে। ধারণা করা হয়, দৈনিক পাঁচ লাখ মানুষ এই অনলাইন সেবা ব্যবহার করে।