বিশ্বব্যাপী ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়াবলী ।

সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের ০৫ জুন ২০২২

তথ্য অধিকার আইন অনুসারে সুপ্রিম কোর্টে ৬০ দিনের মধ্যে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তথ্যকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না

চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম অষ্টম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হবে ২০২৪ সালে। নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। সুতরাং আগামী বছরও (২০২৩ সালে) জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই।এর আগে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি। চলতি বছরও যে এই পরীক্ষা হচ্ছে না।

ফিচার ফোন বিক্রিতে শীর্ষে আইটেল ও নকিয়া

স্মার্টফোন বাজারে তেমন সুবিধা করতে না পারলেও ফিচার ফোনে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে নকিয়া। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থান ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটির। বিশ্ববাজারে তেমন অবস্থান না থাকলেও ভারত ও আফ্রিকার মতো বাজারের ওপর ভর করে ফিচার ফোন বিক্রিতে শীর্ষস্থান আইটেলের। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে তথ্যআপা-

সুবিধা পৌঁছে দিতে ও নারীদের ক্ষমতায়নে ২০১৭ সালে তথ্যআপা প্রকল্প চালু করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা।প্রকল্পটির মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় তথ্যকেন্দ্র স্থাপন, নারীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান, ই-লার্নিং সেবার মাধ্যমে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দল গঠন, ই-কমার্সে সহায়তা দানসহ বেশকিছু কার্যক্রদেশের প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত, অসহায় ও স্বল্প সুবিধাপ্রাপ্ত নারীদের সরকারি সুযোগম পরিচালিত হচ্ছে।

পরিবেশবান্ধব জ্বালানির জন্য সাড়ে ৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ রোধের উদ্যোগ নিয়েছে দেশগুলো। ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য অর্জন করতে পরিবেশবান্ধব জ্বালানিতে ৩ লাখ ৩০ হাজার কোটি বৈশ্বিক বিনিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর স্ট্রেইটস টাইমস।

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

মেটার মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুক তার কর্মীদের জন্য একটি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। ফেসবুক বলছে, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহার করলে ‘ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে’। তাই ফেসবুক কর্মীরা এ শব্দটি ব্যবহারে করা যাবে না।মেটার সিওও শেরিল স্যান্ডবার্গ বলছেন, গর্ভপাত হলো আমাদের অন্যতম মৌলিক অধিকার। সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে শেরিল লিখেছেন, কখন মা হবেন, আর কখন হবেন না, সেই বিষয়টি নারীদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো নারীর স্বাস্থ্য এবং সাম্যের জন্য খুবই জরুরি।

নাইজেরিয়ার ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় নিহত ৫০

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওন্দোর একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে। আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বে সবচেয়ে বেশি কারাবাসে উইঘুররা

চীনের উইঘুর অধ্যুষিত অঞ্চলে প্রতি ২৫ জনের মধ্যে ১ জন সন্ত্রাস-সম্পর্কিত অভিযোগে সাজা ভোগ করেছেন। বিশ্বের সর্বোচ্চ কারাদণ্ডের হার এটি।বিশ্বের সবচেয়ে বেশি মানুষের কারাবাস হয় আমেরিকায়। তবে জিনজিয়াংয়ের কোনাশেহের এলাকার কারাগারে আমেরিকার চেয়ে ১০ গুণ বেশি মানুষ আছেন। এটি সামগ্রিকভাবে চীনের অন্য এলাকার তুলনায় ৩০ গুণ বেশি বড় কারাগার।

তথ্যসূত্র: আল–জাজিরা

করমুক্ত আয়সীমা ৩ লাখই থাকছে

২০২২-২০২৩ অর্থবছরে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে না। গত দুই অর্থবছরের মতো এবারের জাতীয় বাজেটেও ৩ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করা হয়েছে। নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩ লাখ ৫০ হাজার এবং গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা রাখা হয়েছে।

শ্রীলংকায় সীমিত হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা

১৯৭৮ সাল থেকে শ্রীলংকা শক্তিশালী প্রেসিডেন্সিয়াল পদ্ধতির অধীনে শাসিত হয়ে আসছিল।প্রবল আন্দোলনের মুখে ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত দেশটির রাজনীতিতে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেপ্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে’ অবশেষে প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রিসভা।

বন্যায় ৫৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত

সিলেট ও ময়মনসিংহ বিভাগের আট জেলাসহ বন্যাকবলিত বিভিন্ন জেলায় প্রায় ৫৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ।

আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত হাজারের বেশি জনের প্রাণহান

দেশটিতে ভূমিকম্পে এপর্যন্ত এক হাজারের বেশি নিহত এবং অন্তত দেড় হাজার মানুষ আহত হয়েছে। দেশটির পাকটিকা প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ এ ভূমিকম্প আঘাত হেনেছে।ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, বুধবার সকালের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চল ও পাকিস্তানের কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়েছে।

মহাকাশে নিজস্ব প্রযুক্তির রকেট পাঠাল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার নূরি নামের রকেটটি মহাকাশের কক্ষপথে পৌঁছাই। বিশ্বে গুটিকয় যে দেশ মহাকাশে নিজস্ব প্রযুক্তির যান পাঠিয়েছে, তাদের কাতারে নাম লেখাল দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল

যুগান্তকারী গর্ভপাত অধিকার আইন বাতিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন সুপ্রিম কোর্ট দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত বদলে দিয়েছেন। ফলে দেশটির নারীরা আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে নতুন বিল পাস

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে বন্দুক নিয়ন্ত্রণে বিল পাস হয়েছে। মার্কিন সিনেটে পাসকৃত এ বিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন।বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিলটি পাস করতে কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলের পক্ষে ৬৫ ভোট, বিপক্ষে আসে ৩৩টি। সংখ্যগারিষ্ঠতা পাওয়ায় উচ্চকক্ষ বিলটিকে পাস হিসেবে ঘোষণা দেয়।

চীনকে টেক্কা দিতে ৬০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা

বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো নিয়ে গঠিত জি-৭ দেশের নেতারা রবিবার (২৬ জুন) জার্মানিতে বৈঠকে বসেন। সেখানে ৬০ হাজার কোটি ডলারের পরিকাঠামো তহবিল ছিল প্রথম ঘোষণা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের পাল্টা পদক্ষেপে জি৭ নতুন পরিকল্পার কথা শোনালো।

বাংলাদেশের রফতানি ৫০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই (জুলাই-মে) দেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৪৭ বিলিয়ন (৪ হাজার ৭০০ কোটি) ডলারেরও বেশি মূল্যের। অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র দুদিন। চলতি মাসের প্রথম ২৫ দিনে শুধু পোশাক রফতানিই হয়েছে ৩২০ কোটি ডলারের। সে হিসাবে চলতি অর্থবছরেই ইতিহাসে প্রথমবারের মতো ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশের রফতানি।

বিভিন্ন পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, জ্বালানি তেল রফতানিকারকদের হিসাবে না নিলে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৫০ রফতানিকারক দেশের একটি। এশিয়ায় এ অবস্থান দাঁড়ায় শীর্ষ ২০-এর মধ্যে। এদিক থেকে দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই অভিবাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর বিবিসি।টেক্সাসের সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।