বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৯০ লাখ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বিশ্ব বাংকের সঙ্গে সাড়ে ৫১ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

উৎপাদন কমেছে এশিয়ায়, মন্দার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র-ইউরোপ

চলতি বছরের জুনে এশিয়ার উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মূলত চীনের করোনা সম্পর্কিত লকডাউনে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এ অবস্থা তৈরি হয়। এদিকে অর্থনৈতিক কার্যক্রম ধীর হওয়ায় ঝুঁকি বাড়ছে ইউরোপে। তাছাড়া যুক্তরাষ্ট্রে মন্দার সব লক্ষণ এরই মধ্যে সামনে এসেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ৩০ সেনা নিহত

বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় নাইজেরিয়ার অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশে শিরোরো এলাকার একটি খনিতে এ সপ্তাহের শুরুতে এ হামলার ঘটনা ঘটে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কার্বন নিঃসরণ কমাতে বাইডেনের ক্ষমতা সীমিত করলেন সুপ্রিম কোর্ট

গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা সীমিত করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক সুরক্ষা সংস্থা (ইপিএ) কিছু ক্ষমতা হারিয়েছে। মনে করা হচ্ছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার ওপর একটি বড় আঘাত। সুপ্রিম কোর্টের এ রায়ের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে একটি ‘বিধ্বংসী সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।তবে তিনি বলেছেন যে এটি জলবায়ু সংকট মোকাবিলার চেষ্টাকে দুর্বল করবে না।

নতুন যানবাহন কেনা বন্ধ, বৈঠকের সম্মানীও পাবেন না সরকারি কর্মচারীরা

খরচ করার দিক থেকে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে  রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তিনটি আলাদা পরিপত্র জারি করেছে। এর মধ্যে সব ধরনের নতুন গাড়ি কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন কমিটি বৈঠকে অংশ নিলে সরকারি কর্মচারীরা এত দিন যে সম্মানী পেতেন, তা–ও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

আবারও কমলো ভারতীয় রুপির মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ২৬ বার কমলো ভারতীয় এ মুদ্রার মান। এরই সঙ্গে সর্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো রুপি। বুধবার (১৩ জুলাই) বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড। খবর এনডিটিভির।

স্টার্টআপখাতে অস্থিরতা, যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে ২২ হাজার

বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে ক্ষতিগ্রস্ত তথ্যপ্রযুক্তি শিল্প। চলতি বছরে এই বিভাগে কাজ হারিয়েছেন কয়েক হাজার কর্মী। জানা গেছে, এই বছর ভারতে ১২ হাজারের বেশি স্টার্টআপকর্মী কর্মহারা হয়েছেন। শুধু ভারতই নয়, এর প্রভাব গোটা বিশ্বেই পড়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের প্রায় দ্বিগুণ সংখ্যক কর্মী কাজ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২২ হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর চাকরি চলে গিয়েছে।

২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না জিপির গ্রাহকরা

গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা এখন থেকে আর ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করতে পারবেন না। দেশের মোবাইল অপারেটর শীর্ষ এ কোম্পানি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে।বাংলাদেশি টেলিকম অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম মোবাইল ন্যূনতম ২০টাকা রিচার্জের সীমা নির্ধারণ করে দিলো। এরআগে গ্রামীণফোনের গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জের লিমিট ছিল ১০ টাকা।

সংকটে লেবানন, বলছে জাতিসংঘ

জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, লেবানন এখন সংকটের মধ্যে রয়েছে, লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদায় ভুগছে।জাতিসংঘ আরও বলছে, দাম বেড়ে যাওয়ায় লেবাননের শতকরা ৯০ ভাগ পরিবার তাদের চাহিদা মত খাবার পাচ্ছে না। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, যা কিনা খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি ও ক্ষুধাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ব্রাশফায়ার; নিহত ৬, আহত ৩১

আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩১ জন তবে গুরুতর অবস্থায় ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের উপকণ্ঠে হাইল্যান্ড পার্ক শহরে এ ঘটনা ঘটে।এদিকে, হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধাওয়া দিয়ে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী ওই তরুণকে ধরেছে পুলিশ।

 বাংলাদেশে জুনে ৪৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২৪: রোড সেফটি ফাউন্ডেশন

বাংলাদেশে গত জুন মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৪ জন এবং আহত ৮২১ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী, ৭৩ জন শিশু ও ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এ সময় ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৩ শতাংশ।

 হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত

হোটেল–রেস্তোরাঁয় সার্ভিস চার্জ আদায় নিষিদ্ধ করেছে ভারতের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। খবর বিবিসির।সার্ভিস চার্জ দিতে গ্রাহকদের বাধ্য করার অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।সার্ভিস চার্জের নামে ভারতীয় রেস্তোরাঁগুলোয় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি অর্থ আদায় করা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের বিলে রেস্তোরাঁগুলো কোনোভাবেই সার্ভিস চার্জ নিতে পারবে না।নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের কাছ থেকে কোনো নামে বাড়তি বকশিশ নেওয়া যাবে না। যাঁরা বকশিশ দিতে চাইবেন না, তাঁদের রেস্তোরাঁয় আসতে বাধা দেওয়া যাবে না।

নতুন ২ হাজার ৬১৬ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা

চলতি বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন শেষে ২ হাজার ৬১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১ হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।


মালয়েশিয়া যেতে কর্মীর খরচ ৭৯ হাজার টাকা

কর্মী হিসেবে মালয়েশিয়া যেতে সরকারি খরচ নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই খরচ বাংলাদেশ সাইডে ৭৮ হাজার ৯৯০ টাকা। গত ১৯ ডিসেম্বর করা মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মীর বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। তবে বাংলাদেশে কর্মীর কিছু খরচ নিজেকেই বহন করতে হবে। সেটি নির্ধারণ করে দিলো মন্ত্রণালয়।

জ্বালানিতে পরিবেশ কর ৫০% কমাচ্ছে ভিয়েতনাম

জ্বালানির ওপর ৫০ শতাংশ পরিবেশ কর কমানোর পরিকল্পনা ভিয়েতনামের। সম্প্রতি দেশটির জাতীয় সংসদে এ প্রস্তাব অনুমোদিত হয়। খবর নিক্কেই এশিয়া।বিশ্ববাজারে জ্বালানির মূল্য অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এতে মূল্যস্ফীতির হারও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর মধ্যে জ্বালানির ওপর ৫০ শতাংশ কর কমানোর উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। চলতি বছরের ১১ জুলাই থেকে শুরু করে বছরের শেষ নাগাদ এ নিয়ম বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে শীর্ষে সিটি ব্যাংক

সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ ও ২০২১ সালের সাসটেইনেবিলিটি রেটিংয়ে শীর্ষ ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। সিটি ব্যাংকের এএমডি ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। 

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল

মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন মোবাইল থেকে ব্যাংক হিসেবে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।আগে এ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে আগের মতো মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে।

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি ৭ কোটির বেশি মানুষকে দারিদ্র্যে ঠেলে দিয়েছেঃ জাতিসংঘ

বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক সমীক্ষায় দেখা যায়, ইউক্রেন যুদ্ধের প্রথম ৩ মাস জ্বালানি ও খাদ্যের বৈশ্বিক খরচ বৃদ্ধি করেছে যা ৭ কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।জেনেভায় একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ১৫৯টি উন্নয়নশীল দেশের বিশ্লেষণে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল পণ্যের মূল্য বৃদ্ধি ইতোমধ্যেই “বিশ্বের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর ওপর তাৎক্ষণিক, ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।”

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কেনার চুক্তি এই ধনকুবের বাতিল করেছেন বলে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

অবশেষে ছাড়া পেলেন রয়টার্সের সেই ২ সাংবাদিক

অবশেষে ছাড়া পেয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের আলোচিত দুই সাংবাদিক সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও। মিয়ানমারের কারাগারে প্রায় দের বছর ধরে বন্দি থাকার পর তারা ছাড়া পান।মঙ্গলবার সকালে ইয়াঙ্গুনের শহরতলীর একটি কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।মিয়ানমারের সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে ২০১৭ সালের শেষ নাগাদ তাদের আটক করেছিলো সুচি সরকার। গত বছর তাদের ৭ বছরের কারাদণ্ড দেয় স্থানীয় এক আদালত। যদিও রয়টার্স দাবি করে আসছিল, তাদের দুই সাংবাদিক কোনো অপরাধ করেনি।

বাংলাদেশে বন্যায় ৭২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৯ জেলায় আকস্মিক বন্যায় প্রায় ৭২ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক-এর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এবারের বন্যা মে মাসে শুরু হয় এবং এর দ্বিতীয় ঢেউ শুরু হয় ১৫ জুন।

 বাংলাদেশের তৈরি ৩৪ ভাগ সফটওয়্যার রপ্তানি হচ্ছে আমেরিকায়

বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। যার শতকরা ৩৪ ভাগ আমেরিকার বাজারে যাচ্ছে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এমনকি আইওটি ডিভাইসও রপ্তানি করছি, কথাগুলো বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

জনসংখ‌্যায় চীনকে ছাড়িয়ে যাচ্ছে ভারত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে পেছনে ফেলতে চলেছে ভারত। জাতিসংঘের তথ‌্য বলছে, যে হারে ভারতের জনসংখ‌্যা বাড়ছে তাতে আগামী বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে উঠে আসবে ভারতের নাম। এছাড়া চলতি বছর নভেম্বরের মধ‌্যেই বিশ্বের মোট জনসংখ‌্যা হবে ৮০০ কোটি। কিন্তু জাতিসংঘ এটাও বলছে, পৃথিবীর জনসংখ‌্যা যে গতিতে বাড়বে ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশ মন্থর।

গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে মঙ্গলবার (১২ জুলাই) দায়িত্ব বুঝে নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আব্দুর রউফ তালুকদার। মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা। এসময় নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের বিরল ছবি প্রকাশ করল নাসা

 নতুন জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ দিয়ে তোলা মহাবিশ্বের কয়েকশ কোটি বছর আগের প্রথম সম্পূর্ণ রঙিন ও চমকপ্রদ ছবি প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।এ যাবত এটাই মহাজগতের প্রাচীনতম অবস্থার সবচেয়ে বিস্তারিতভাবে তোলা চিত্র। এই ছবিতে তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে।

 প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতে প্রথমবারের মতো ‍আদিবাসী সম্প্রদায় থেকে ১৫তম রাষ্ট্রপতি  নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। তিনিই দেশটির প্রথম কোনো আদিবাসী নারী, যিনি রাইসিনা হিলসের মসনদে বসলেন ।বর্তমানে তার বয়স ৬৪ বছর। বয়স দিয়েও তিনি দুটি নতুন রেকর্ড গড়েছেন।তিনিই এখন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া কেউ এই প্রথম দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হচ্ছেন।

 কোরবানি হয়েছে প্রায় কোটি পশু

এ বছর ঈদুল আজহার দিন সারা দেশে কোরবানি হয়েছে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু, যা গতবারের তুলনায় ৯ শতাংশ বেশি।ঈদের পরদিন সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জবাই হওয়া পশুর প্রায় অর্ধেকের মত গরু ও মহিষ, বাকিটা ছাগল, ভেড়া এবং অন্যান্য পশু।গতবছর সারা দেশে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদি পশু কোরবানি হয়েছিল ঈদে। এই হিসেবে এ বছর পশু কোরবানি বেড়েছে ৮ লাখ ৫৭ হাজার ৫২১টি বা ৯ দশমিক ৪ শতাংশ।

কৃষি উৎপাদনে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গত এক দশকে কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিভিন্ন শস্য ও শাক-সবজি উৎপাদনের বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় চলে এসেছে।নেদারল্যান্ডসে ‘ফ্লোরিয়াডে এক্সপো ২০২২’ এ যোগ দিয়ে গিয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

  বাংলাদেশকে ৪৭০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

বন্যার ক্ষতি কাটাতে বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার বা চার হাজার ৭০০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার (১৬ জুলাই) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে।বিশ্বব্যাংক জানিয়েছে, বন্যা মোকাবিলা ও পরবর্তী ক্ষয়ক্ষতি থেকে কাটিয়ে উঠতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ ঋণে ১৪টি উপজেলার ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা সংস্থাটির। বন্যাপ্রবণ জেলায় অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতির উন্নতিতেও এ ঋণ সহায়ক হবে জানিয়েছে বিশ্বব্যাংক।

এমন দাবদাহ ২০৬০ পর্যন্ত চলবে: জাতিসংঘ

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোর মানুষের জনজীবন। সেখানে এখন যে দাবদাহ চলছে, তা আরও নিয়মিত আর স্বাভাবিক হয়ে উঠবে। এই প্রবণতা চলবে অন্তত ২০৬০-এর দশক পর্যন্ত। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এসব কথা জানিয়ে দাবদাহ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে। খবর এএফপিবিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, বায়ুমণ্ডলে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত করে, এমন দেশগুলোর জন্য বর্তমান তাপপ্রবাহটি একটি সতর্কসংকেত।

নিরাপত্তা ইস্যুতে গুগল ক্রোম ব্যবহারে নিষেধাজ্ঞা

নিরাপত্তা ও গোপনীয়তাজনিত কারণে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের সফটওয়্যার থেকে শুরু করে ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।টেকরাডার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা খাতসংশ্লিষ্টদের দ্রুত সময়ে মধ্যে এসব পরিবর্তন বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের শঙ্কা জাতীয় পর্যায়ে তথ্য সুরক্ষা বিধির পাশাপাশি অন্যান্য নীতিমালার সঙ্গে গুগলের সফটওয়্যার সাংঘর্ষিক। 

ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এশিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ সফলতার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।মন্ত্রী বলেন এশিয়ায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও ভারতসহ অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম।

এক অর্থবছরে জাপানে বিলিয়ন ডলারের পোশাক রফতানি

অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) জানিয়েছে, সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে জাপানে বিলিয়ন ডলারের বেশি তৈরি পোশাক রফতানি করা হয়েছে।বিজিএমইএ-এর তথ্যমতে, জাপানে ১.০৯৮ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা চলতি ২০২২-২৩ অর্থবছরে ১৬%বেড়েছে।বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স

যক্ষ্মায় বছরে ২৯ হাজার মানুষের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

 যক্ষ্মায় আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর নতুন করে ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বর্তমানে এ রোগে বছরে ২৯ হাজার জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আগামী এক বছর গাড়ি কিনতে পারবে না ব্যাংকগুলো

আগামী ২০২৩ সালের জুন মাস পর্যন্ত নতুন কোনো গাড়ি না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৭ জুলাই) সরকারের ব্যয়সংকোচনের অংশ হিসেবে নতুন এ ঘোষণা দেওয়া হয়।এর পাশাপাশি ব্যাংকগুলোকে সেবা, ভ্রমণ, আসবাবপত্র ও স্টেশনারি ইত্যাদি ক্ষেত্রে খরচ ৫০ শতাংশ কমাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ দুই খাত থেকে সংকুচিত ব্যয় অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এর আগে ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও এনার্জি খরচ কমাতে পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশে ভূমিকম্প অ্যালার্ট সেবা চালু করল গুগল

ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে বাংলাদেশে অ্যানড্রয়েড  ‘আর্থকুয়েক অ্যালার্ট’ সিস্টেম ফিচার চালু করেছে গুগল। অ্যানড্রয়েড স্মার্টফোনের সেন্সর ও অ্যাকসেলেরোমিটার ব্যবহার করে ভূকম্পনসংক্রান্ত বিভিন্ন বিষয় শনাক্ত করতে কাজ করবে ফিচারটি।এ ফিচারটি ব্যবহারকারীদের দুইভাবে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্কবার্তা পেতে সহায়তা করবে- ১. সার্চের মাধ্যমে এবং ২. সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস থেকে।এ ফিচার ব্যবহার করে গুগলে ‘আর্থকুয়েক’ অথবা ‘আর্থকুয়েক নিয়ার মি’ লিখে সার্চ করলে ভূমিকম্পসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য মিলবে।

বন্যা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ১৪টি বন্যাপ্রবণ জেলায় দুযোর্গ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। এলাকার প্রায় ১.২৫ মিলিয়ন লোক সরাসরি সুবিধা পাবে।  প্রকল্পটির আওতায় মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় ৫ শতাধিক আশ্রয় কেন্দ্র নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক পুননির্মাণ এবং জলবায়ু সহনশীল কমিউনিটিভিত্তিক অবকাঠামো নির্মাণ করা হবে।