ভারতে চাল উৎপাদন ঝুঁকিতে, বৈশ্বিক খাদ্য সংকটের নতুন শঙ্কা

চলতি বছর ভারতের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। এতে গত কয়েক বছরের মধ্যে দেশটিতে চাষাবাদের পরিমাণ কম হচ্ছে। ফলে চালের স্বাভাবিক উৎপাদন হুমকির মুখে পড়েছে। ভারতের এমন পরিস্থিতিতে নতুনভাবে খাদ্য সংকটে পড়তে পারে বিশ্ব। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। বুধবার (৩ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়

ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন বিশিষ্ট আইনজীবী জগদীপ ধনকড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারালেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল।উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। আলভা পেয়েছেন ১২৮ ভোট। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন ধনখড়।

মালিতে জঙ্গি হামলায় ৪২ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলায় ৪২ সেনা নিহত হয়েছে। রবিবার দেশটির তেসিত শহরে হামলার ঘটনাটি ঘটে বলে বুধবার জানানো হয়েছে। দেশটির সরকারের দাবি, এই হামলার জন্য আইএসের সহযোগী সংগঠন দায়ী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা জঙ্গি গোষ্ঠী এক দশক ধরে বিদ্রোহ করে আসছে। মালির সেনাবাহিনী তাদের দমনে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। রবিবারের হামলাটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল ও ১০ লাখ জরিমানা

সরকারি ওষুধ চুরি করে বিক্রি, লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিপণন বা আমদানি করলে ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ঔষধ আইন ২০২২-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থানে ভিভো

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ স্থানে আছে ভিভো। বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ভিভো।কাউন্টারপয়েন্ট রিসার্চ মার্কেট পালস রিপোর্টের এক গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। এরইমধ্যে ৫০টিরও বেশি দেশে ৪০ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে ভিভো।

গ্রাহকের সন্তুষ্টি অর্জন করায় বিশেষ করে তরুণ গ্রাহকের সুলভ মূল্যে ফোন দেওয়ার কারণে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভিভো। নিজেদের উদ্ভাবনী কৌশলের কারণে এরই মধ্যে বিশ্বজুড়ে তরুণদের মন জয় করেছে ভিভো।

তিন মাসে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে আলিবাবা

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৯ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেছে।  এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত মোট ১৩ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে দিয়ে ২০১৬ সালের মার্চের পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বেতনের আকার কমল।  আলিবাবার আয় জুন প্রান্তিকে ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.৭৪ বিলিয়ন ইউয়ান; যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৫.১৪ বিলিয়ন ইউয়ান কম।

 

টি–টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক সাকিব

বেটউইনারের  সঙ্গে অনেক জলঘোলার পর এশিয়া কাপের জন্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়। তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌদিতে শ্রম আইন পরিবর্তন, চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরা

সৌদি আরবের শ্রম আইনে পরিবর্তন আনা হলো। যার কারণে পুরোনো চাকরিদাতার অনুমতি ছাড়াই অন্য জায়গায় চাকরি করতে পারবেন গৃহকর্মীরা।

জানা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ আওতায় দেশটির নানা খাতে সংস্কারের নানা উদ্যোগ নিচ্ছেন। শ্রম আইনে পরিবর্তনও এর অংশ।

আগের আইনে গৃহকর্মীদের না জানিয়েই মালিকানা পরিবর্তন করা হতো। গৃহকর্মী সেখানে যেতে না চাইলেও উপায় ছিল না। এখন শ্রম আইনের পরিবর্তনের কারণে গৃহকর্মী চাইলেই চাকরিদাতা ব্যক্তি পরিবর্তন করতে পারবেন। চাকরিদাতা গৃহকর্মীর অনুমতি ছাড়া অন্যর কাছে গৃহকর্মীকে বদলি হিসেবে দিতে পারবেন না।

ইটালিতে বসবাসের অনুমতিতে বাংলাদেশিরা চতুর্থ

গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জোটের বাইরের প্রায় ৩০ লাখ অভিবাসী প্রথমবারের মতো বসবাসের অনুমতি পেয়েছেন, যা ২০২০ সালের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি৷ ইটালিতে অনুমতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষ পাঁচে৷

 

পুরুষের চেয়ে নারীরাই বেশি সাইবার অপরাধের শিকার

দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি সাইবার অপরাধের শিকার। ভুক্তভোগীদের মধ্যে পুরুষের সংখ্যা ৪৩ দশমিক ২২ ও নারীদের সংখ্যা ৫৬ দশমিক ৭৮ শতাংশ। নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি এবং পর্নোগ্রাফির শিকার বেশি হচ্ছেন। পুরুষরা বেশি শিকার হচ্ছেন মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ে। ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ‘বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা-২০২২’- শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মিশরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪০

মিশরের একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। গিজা শহরে রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দুইটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমবাবা এলাকায় কপটিক আবু সিফিন গির্জায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সে সময় গির্জায় প্রায় পাঁচ শতাধিক মানুষ ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

১৫ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্যমন্ত্রী

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবারের ৪ কোটি মানুষ চাল পাবে।
 রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান। এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচির জন্য আমাদের ২ হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ টন করে চাল পাবেন। এ কর্মসূচির মাধ্যমে শুধু তালিকাভুক্ত পরিবারগুলো চাল কিনতে পারবেন। তবে ওএমএসের চাল ৩০ টাকা কেজিতে ৫ কেজি করে যে কেউ কিনতে পারবেন।

নবায়নযোগ্য শক্তিতে চলবে অ্যাপলের সব পণ্য

 

ক্রমবর্ধমান জলবায়ু সংকটের কারণে বিশ্বের বেশ কয়েকটি প্রযুক্তি জায়ান্টকে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছিল। এর অংশ হিসেবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০৩০ সাল নাগাদ সব আইফোন, ম্যাক ও আইপ্যাডে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে। খবর টেকটাইমস।

ফেসবুকের বিকল্প নিয়ে আসছে মাইক্রোসফট

টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া আনছে । চলতি সপ্তাহে সংস্থাটি ভিভা এনগেজ প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছে।নতুন প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। ফলে ধারণা করা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সঙ্গে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট।

তবে মজার বিষয় হচ্ছে, ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে।

দেশে অপুষ্টিতে ভুগছেন ১ কোটি ৭০ লাখ নারী

দেশের নারীদের পুষ্টি পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। ১৫ থেকে ৪৯ বছর বয়সী এক কোটি ৭০ লাখ নারী অপুষ্টির শিকার। আগে এই বয়সী নারীর উচ্চতার তুলনায় ওজন অনেক কম দেখা যেতো। ১০ বছরের ব্যবধানে অপুষ্টি দ্বৈত বোঝার হার অনেক বেড়েছে।

তাদের একটি অংশ অপুষ্ট অর্থাৎ তাদের ওজন প্রয়োজনের তুলনায় কম। অন্য অংশটি স্থূল অর্থাৎ তাদের ওজন প্রয়োজনের চেয়ে বেশি।

জন্মনিবন্ধনে মা-বাবার সনদ আর লাগবে না

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরের বেশি সময় পর তা তুলে দেওয়া হলো।

‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ বলছে,  ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, তা কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার মানুষেরা।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বলছে, এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার কাগজ যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে।

সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে এমডি পদে এবার নতুন মুখ

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার।

এরমধ্যে সরকারের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীরকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও করা হয়েছে। আর রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন বছরের জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

তিন জনকেই ব্যাংক তিনটির শীর্ষ পদে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

জানুয়ারি থেকে সরকারি হাসপাতালে বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা

আগামী বছরের শুরুতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে সবার জন্য বাৎসরিক হেলথ চেকআপ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নির্দিষ্ট প্যাকেজের আওতায় স্বল্প অর্থের বিনিময়ে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে সাধারণ মানুষ। এতে দ্রুত সময়ে রোগ শনাক্তের পাশাপাশি মৃত্যুহারও কমিয়ে আনা সম্ভব হবে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই সেবা চালু করা সম্ভব হবে। 

দেশের ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত

দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। ‘নীরব ঘাতক’ এই ভাইরাসে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন মানুষ মারা যায়। অথচ প্রতি ১০ জনের ৯ জনই জানেন না, তারা এই ভাইরাসে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সচেতনতার অভাবে হেপাটাইটিস বি ও সিভাইরাসে আক্রান্ত অনেকেরই ক্যান্সার বা লিভার সিরোসিস হয়। এই ভাইরাস থেকে বাঁচতে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

আলজেরিয়ায় দাবানলে মৃত ৩০, ব্যাপক ক্ষতি

আলজেরিয়ায় একাধিক দাবানলে অন্ততপক্ষে ৩০ জন মৃত। মারা গেছে অনেক প্রাণীও। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন তিউনিশিয়ার সীমান্তে এল টার্ফে। আলজেরিয়ার সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, দাবানলে ১৬১ জন আহত। তার মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিভিতে বলেছেন, বিভিন্ন জায়গায় ১০৬টি দাবানল লেগেছে। গত আগস্ট থেকে আলজেরিয়ায় একের পর এক দাবানল লেগেছে।

বিজ্ঞাপন বাড়ছে অ্যাপলে

অ্যাপ ছাড়াও আইফোন-সহ অ্যাপলের অন্যান্য ডিভাইসের ম্যাপস, বুকস ও পডকাস্টে প্রি-ইনস্টল হিসেবে বিজ্ঞাপন যোগ করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি বিষয়ক সাংবাদিক মার্ক গুরম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি অ্যাপল ম্যাপসে এর পরীক্ষা চালাচ্ছে। ম্যাপে রেস্টুরেন্ট, স্টোর বা অন্যান্য নিয়ার-বাই বিজনেস সার্চ করার সময় দেখাবে এই বিজ্ঞাপন।

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ৮৩০, জরুরি সহায়তা আহ্বান

পাকিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত দুই মাসে পাকিস্তানে অন্তত ৮৩০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বন্যার সংকট মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, দেশটির বেলুচিস্তানে প্রবল বর্ষণে প্রথমে বন্যা দেখা দেয়। এরপর টানা বৃষ্টিতে সিন্ধু প্রদেশের ৩০ জেলা বন্যার পানিতে ডুবে যায়। শুধু সিন্ধু প্রদেশেই ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দক্ষিণ পাঞ্জাবে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কয়েক লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়।

মাইক্রোসফট ও অ্যামাজনের ডাটা সেন্টার স্থাপন স্থগিত

বিদ্যুৎ সরবরাহ ও উপাদান সংকটের কারণে আয়ারল্যান্ডে মাইক্রোসফট ও অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা স্থগিত করতে হয়েছে। 

আয়ারল্যান্ডে ডাটা সেন্টারের পরিধি বাড়াতে ২০০ কোটি আইরিশ পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার নিকটবর্তী হওয়ায় ডাটা প্রক্রিয়াকরণের অন্যতম স্থানে পরিণত হয়েছে দেশটি। দ্য টাইমস প্রকাশিত নতুন এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিষেবা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এয়ারগ্রিড নতুন সংযোগ প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে অ্যামাজন ওয়েব সার্ভিসের একটি এবং মাইক্রোসফটের নতুন দুটি ডাটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত হয়েছে।

বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্যের বাজার বন্ধ ঘোষণা

বিশ্বের বৃহত্তম ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার বন্ধ ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলের শহর শেনজেনে অবস্থিত ওই বাজারটি সোমবার (২৯ আগস্ট) বন্ধ ঘোষণা করা হয়। কোভিড প্রতিরোধে বেইজিংয়ের জিরো নীতির অংশ হিসেবে এটি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

ইলেকট্রনিক্স সামগ্রীর ওই মার্কেটে কমপিউটারের যন্ত্রপাতি, মোবাইল ফোনের যন্ত্র ও মাইক্রোচিপসহ সব ধরনের পণ্য পাওয়া যায়।হুয়াকিয়াংবেই এলাকায় সম্প্রতি ১১ জনের করোনা শনাক্তের পর এই সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্তৃপক্ষ। 

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে অক্টোবরে

ফেসবুক জানিয়েছে, তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে। কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেয়া যাবে নাটিকটকের মতো ছোটো ভিডিওতে আগ্রহ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ১ অক্টোবর থেকে লাইভ ভিডিও এবং শিডিউল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিজনেস হেল্প সেন্টার এক বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেয়া যাবে না।

বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ তলিয়ে যাওয়ায় আশঙ্কা, জরুরি সহায়তার আহ্বান

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। করোনা মহামারি, রাজনৈতিক পট পরিবর্তন, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বাজেট ঘাটতিতে টালমাটাল পাকিস্তানে এখন নতুন করে অর্থনৈতিক ও মানবিক সংকট হিসেবে যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা। 

পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় জুন থেকে এ পর্যন্ত ১ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে; ধ্বংস হয়েছে ৪ লাখেরও বেশি মানুষের ঘরবাড়ি ও সম্পদ। শুধু এতটুকুতেই শান্ত হচ্ছে না এই প্রাকৃতিক দুর্যোগ; দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছে, এভাবে ভারি বর্ষণ চলতে থাকলে দেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড তলিয়ে যাবে পানির নিচে। স্মরণকালের ভয়াবহতম এই বন্যা মোকাবেলায় তাই জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জনিয়েছে পাকিস্তান সরকার।

১২ বছরে এক লাখ ২১ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ পরিশোধ

সরকার গত ১২ বছরে প্রায় এক লাখ ২১ হাজার কোটি টাকা সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থাকে এক লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এরমধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা ও সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করা হয়।’

প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিল স্পেন। কথায় বলে, প্রতিশোধের আগুন জ্বলে দ্বিগুণ। সেই আগুনেই পুড়ে ছাই হলো জাপানের মেয়েরা। তাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন।

সোমবার সকালে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে জাপানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের গত আসরে স্পেনকে ঠিক ৩-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। এবার তাদেরকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতলো স্পেন।