Print
Hits: 302

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়।এই স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অথবা আংশিক অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীরা  উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারী ২০২৩।

‘রাডবউড স্কলারশিপ’ এটি বিশ্বে সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যারা শিক্ষাজীবনে ভালো ফল লাভ করেছে। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র‍্যাঙ্কিংয়ে ২২০ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধা:

যেসকল শিক্ষার্থী সম্পূর্ণ স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের €16,000 ইউরো প্রদান করা হবে এবং টিউশন ফি প্রদান করা হবে।

যারা আংশিক স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের €2,168 ইউরো প্রদান করা হবে এবং টিউশন ফি হ্রাস করা হবে।

বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

আবাসন সুবিধা প্রদান করা হবে।

স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

ভিসা খরচ ।

রেসিডেন্স পারমিট ফি ।

যোগ্যতা:

ইইএ ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে।

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনকারীর সিভি।

আবেদনকারীর পাসপোর্ট।

রেফারেন্স লেটার।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

স্টেটমেন্ট অব পারপাজ।

রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.ru.nl/en/education/application-and-admission/application-procedure-masters