আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়।এই স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অথবা আংশিক অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীরা  উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারী ২০২৩।

‘রাডবউড স্কলারশিপ’ এটি বিশ্বে সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যারা শিক্ষাজীবনে ভালো ফল লাভ করেছে। রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র‍্যাঙ্কিংয়ে ২২০ তম স্থানে রয়েছে।

 

শ্রীলঙ্কার লেখক শিহান করুনাতিলকা তাঁর দ্বিতীয় বই দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’র জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত আলোকচিত্রী ও জুয়াড়ি মালি আলমেইদা’র জীবনকে উপজীব্য করে লেখা উপন্যাসটি শিহান করুনাতিলকার দ্বিতীয় বই।শ্রীলঙ্কার শিহান করুনাতিলকা দেশটির বুকারজয়ী দ্বিতীয় লেখক। ১৯৯২ সালে শ্রীলঙ্কার মাইকেল ওন্দাৎজে তাঁর দ্য ইংলিশ প্যাশেন্ট উপন্যাসের জন্য বুকার পান। পরে বইটি নিয়ে সিনেমা হয়, যেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

বর্তমানে প্রায় সকল শিক্ষার্থীই স্বপ্ন দেখেন উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার। এর মধ্যে কেউ চায় দেশের বাইরে গিয়ে স্নাতক, কেউ স্নাতকোত্তর, কেউবা আবার সরাসরি পিএইচডি বা ডক্টরেট ডিগ্রী গ্রহণ করতে। বিশেষ করে বাহিরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অফার করা নজরকাড়া সব স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা বাহিরে উচ্চশিক্ষায় প্রতি দিন দিন আরো আগ্রহী হয়ে উঠছেন। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের বাহিরের দেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য প্রায় সকল রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরণের স্কলারশিপ প্রদান করছে। আজ আমরা এই স্কলারশিপগুলোর মধ্যে বিদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ব সেরা ৫টি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানবোঃ