ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ফিনল্যান্ড। ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে বিভিন্ন কারণেই এদেশটি বিখ্যাত। শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয় ফিনল্যান্ডে। দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ রয়েছে ফিনল্যান্ড পড়াশোনা করার। ফিনল্যান্ডের অফিশিয়াল ভাষা ফিনিশ এবং সুইডিশ হলেও প্রতিটি বিশ্ববিদ্যালয়েই ইংরেজি পাঠদান কর্মসূচি রয়েছে। তেমনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে তিন বছরমেয়াদি স্নাতক এবং দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ডের ট্যাম্পারে ইউনিভার্সিটি। 

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেখানকার বিভিন্ন প্রোগ্রামে ইংরেজিতেই পড়ালেখা করতে পারেন। ভাষাগত প্রতিবন্ধকতা নেই। বিভিন্ন প্রোগ্রামে শতভাগ বৃত্তিতে পড়ালেখা করার সুযোগ রয়েছে। 

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে স্নাতক:

অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স
সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট
কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
আর্লি চাইল্ডহুড এডুকেশন
ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
সোশ্যাল সায়েন্সেস

আরও পড়ুন

স্কলারশিপ নিয়ে ফ্রান্সে যেতে চানঃ জেনে নিন বিশ্ববিদ্যালয়, শিক্ষার মাধ্যম ও যোগ্যতা সম্পর্কে

স্নাতকোত্তর:

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
টিচিং, লার্নিং অ্যান্ড মিডিয়া এডুকেশন
ফ্যাক্টরি অটোমেশন অ্যান্ড রোবটিকস
অটোমেশন ইঞ্জিনিয়ারিং
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
ফনোটিক্স ইঞ্জিনিয়ারিং
বায়োমেডিকেল টেকনোলজি
পাবলিক হেলথ
জেন্ডার স্টাডিজ
ডেটা সায়েন্স ইত্যাদি

সুযোগ-সুবিধা: 

* সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে।
* ৫ হাজার ইউরো স্টাইপেন্ড দেওয়া হবে, যা ট্যাম্পের ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করার পরে শিক্ষার্থীর ফিনিশ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা: 

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতকে অধ্যয়নের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
স্নাতকোত্তরে অধ্যয়নের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। স্নাতকের জন্য আইইএলটিএস একাডেমিক ব্যান্ডস্কোর ৬.০ সঙ্গে প্রতিটি সেকশনে অন্তত ৫.৫ ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ওভারঅল ৬.৫ সঙ্গে প্রতিটি সেকশনে অন্তত ৬.০ থাকতে হবে।
তবে যাঁদের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল, তাঁরা মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ দিয়েও আবেদন করতে পারবেন।
যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে। 

আরও পড়ুন

শিক্ষার্থী কমছে আলিয়া মাদ্রাসায়

প্রয়োজনীয় কাগজপত্র: 

পাসপোর্ট।
একাডেমিক পেপারস।
সিভি বা রিজিউম।
মোটিভেশন লেটার।
জন্মনিবন্ধন (ইংরেজি) বা জাতীয় পরিচয়পত্র।
আইইএলটিএস (একাডেমিক) বা মিডিয়াম অব ইন্সট্রাকশন। 

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.tuni.fi/en

আবেদনের শেষ সময়: স্নাতকে ১৮ জানুয়ারি এবং স্নাতকোত্তরে ১১ জানুয়ারি ২০২৩। 

আরও পড়ুন

ইউরোপীয় স্কলারশিপ প্রাপ্তিতে বাংলাদেশি শিক্ষার্থীরা তৃতীয়