Print
Hits: 23898

 অর্থনৈতিক সমীক্ষা ২০২০:

০১। মোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন  (২০১৯)

০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%

০৩। জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন

০৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২

০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন

০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে)  ৪.৯ জন

০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন

০৮। গড় আয়ুষ্কাল  ৭২.৬  বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.২)

০৯।  ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক। 

১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৪.৪% (পুরুষ ৭৬.৫,মহিলা ৭২.৩ শতাংশ)

১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%

১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.২৪%

১৩। মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ১৯৭০ ডলার।

১৪। মোট ব্যাংক ৬০ টি

১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি

১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি

১৭। বেসরকারি ব্যাংক ৪২ টি

১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি

১৯। মুদ্রাস্ফীতি ৫.৬৫%

২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র

২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে

২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে

২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্ন নবম

২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি ৪০.৬ %,ইন্ডাস্ট্রি ২০.৪%,সেবা খাতে ৩৯%)

২৫।সুপেয় পানি পান ৯৮.১%

২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮১.৫%

২৭।সর্বমোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন (২০১৯ হিসেবে),২০১১ হিসেবে ১৫১.৭ মিলিয়ন।

২৮।বৈদেশিক মুদ্রা আয়  ৩২.৮৩০ মিলিয়ন ডলার (২০১৯-২০২০

 

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪

 

বাংলাদেশঅর্থনৈতিকসমীক্ষা২০১৩