Mohammad Abdullah

১) কপালের ভোগ ভুগতেই হয়।

= What cannot be cured must be endured.

২) কপালের লিখন না যায় খন্ডন।

= One must submit to the inevitable.

৩) কম পানির মাছ বেশি পানিতে পড়লেও মাছ বেশি লাফায়।

=Being unnecessarily flashy is pointless.

৪) কয়লা ধুইলে ময়লা যায় না।

=One’s own nature remains unchanged.

৫) কর অথবা মর।

=Do or die.

৬) কর্জ নাই কষ্ট ও নাই।

=Out of debt, out of danger.

৭) কর্তার ইচ্ছায় কর্ম।

=The master’s will is law.

৮) কষ্ট বিনা কেষ্ট মিলে না।

=Strive and you will win.

৯) কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহীতে।

=Strive and you will win.

১০) কাঁচা বাঁশে ঘুন ধরা।

=To be spoiled in early youth.

১১) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁস ঠাঁস।

=A pet lamb makes a cross ram.

১২) কাঁটা ছাড়া ফুল হয় না।

=Strive and you will win.

১৩) কাঁটা দিয়ে কাঁটা তোলা।

=To set a thief to catch a thief.

১৪) কাঁটায় কাঁটা তোলা যায়।

=Like cures like.

১৫) কাকের মাংসে কাক খায় না।

=One raven will not pluck another’s eyes.

১৬) কাছে থাকলে পোড়ে মন দূরে গেলে ঠন ঠন।

=Out of sight, out of mind.

১৭) কাছের লোক ট্রেন ধরতে পারে না।

=He who gets easy, loses easy.

১৮) কাজে কুঁড়ে ভোজনে দেড়ে।

=Slow of work but quick to eat.

১৯) কাজের এদিক ওদিক সব পন্ড

=Catch at the shadow and lose the substance.

২০) কাজের সময় কাজি, কাজ ফুরালে পাঁজি।

=When the danger is gone, God is forgotten.

২১) কাটা গায়ে ‍নুনের ছিটা।

=To add insult to injury.

২২) কাদা ঘেঁটো না।

=Let sleeping dogs lie.

২৩) কান টানলে মাথা আসে।

=Given the one, the other will follow.

২৪) কানা গরুর ভিন্ন পথ।

=The fool strays from the safe path.

২৫) কানা ছেলের নাম পদ্ন লোচন।

=Appearances are deceptive.

২৬) কামলা. আপনি সামলা।

=Physician, heal thyself.

২৭) কামারের কাজ কুমারের সাজে না।

=The cobbler should stick to his last.

২৮) কার নয়নে কারে লাগে যে ভাল।

=There is no account for taste.

২৯) কার শ্রাদ্ধ কে বা করে, খোলা কেটে বামুন মরে।

=What is everybody’s business is nobody’s business.

৩০) কারণ বিনা কায হয় না।

=No smoke without fire.