অ্যাপলের নতুন চিপ এম২

বণিক বার্তা ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে নতুন ল্যাপটপ উন্মোচন করেছে অ্যাপল। এতে নিজস্ব এম২ চিপ ব্যবহার করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে মাইক্রোসফটের একচেটিয়া উইন্ডোজ ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। খবর সিএনবিসি।

২০২০ সালের শেষ দিকে নিজস্ব এমওয়ান চিপ ব্যবহারের মাধ্যমে ম্যাকবুক উৎপাদন ও বাজারজাত শুরু করে অ্যাপল। সে সময় থেকেই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি বাড়তে থাকে। চলতি সপ্তাহের শুরুতে অ্যাপল তাদের এম সিরিজের পরবর্তী প্রজন্মের চিপ এম২ উন্মোচন করেছে। নতুন ম্যাকবুক এয়ার ও ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো এর সঙ্গে চিপটির আত্মপ্রকাশ হবে। নতুন চিপে এমওয়ানের তুলনায় ২৫ শতাংশ বেশি ট্রানজিস্টর থাকবে এবং ৫০ শতাংশ বেশি ব্যান্ডউইথ দেবে।

প্রযুক্তি শিল্প গবেষণা সংস্থা গার্টনারের একজন গবেষক মিকাকো কিতাগাওয়া বলেন, এম২ চিপের মাধ্যমে অ্যাপল তাদের বাজার হিস্যা বাড়াতে পারবে। ২০২১ সালে বিশ্বে অপারেটিং সিস্টেমের দিক থেকে যে পরিমাণ কম্পিউটার বাজারজাত করা হয়েছে, তার মধ্যে মাত্র ৭ দশমিক ৯ শতাংশ ছিল অ্যাপলের। অন্যদিকে ৮১ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে ছিল উইন্ডোজ। সংস্থাটির আশা ২০২৬ সাল নাগাদ অ্যাপলের বাজার হিস্যা ১০ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে এবং উইন্ডোজের বাজার হিস্যা ৮০ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।

অন্য এক পূর্বাভাসে কিতাগাওয়া জানান, আগামী কয়েক সপ্তাহে বাজারে অ্যাপলের প্রভাব ও বিস্তার আরো শক্তিশালী হবে। ইন্টেলের পরিবর্তে নিজস্ব চিপ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ তৈরির মাধ্যমে ম্যাকবুকের ব্যবসা পুনরায় জাগিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। যার প্রথমেই রয়েছে গত বছর বাজারজাত করা ম্যাকবুক এয়ার। এরপর পর্যায়ক্রমে আইম্যাক, ম্যাক মিনি, ম্যাকবুক প্রো ল্যাপটপ ও পাওয়ার ব্যবহারকারীদের জন্য ম্যাক স্টুডিও আনে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের নতুন ডিভাইসগুলো ইন্টেল নির্ভর পুরনো ডিভাইসগুলোর তুলনায় দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ প্রদানে এবং কম সময়ে নির্ভুলভাবে অধিক কাজ সম্পাদনে সক্ষম। প্রতিষ্ঠানটির বিক্রিও বাড়ছে। ২০২১ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি ডলার বিক্রির মাধ্যমে ম্যাকবুকের ব্যবসা ২৩ শতাংশ বেড়েছে। মার্চের প্রান্তিকে অ্যাপলের অন্যান্য ডিভাইসের তুলনায় ম্যাকবুকের বিক্রি ১৪ শতাংশ বেড়েছে।এপ্রিলে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বিশ্লেষকদের জানান, সরবরাহ সংকটের মধ্যে আমাদের গ্রাহকরা এমওয়ান চিপসংবলিত ম্যাকবুক ক্রয়ে যে আগ্রহ প্রকাশ করেছে, সে কারণে অ্যাপলের বছরওয়ারি আয় ১৫ শতাংশ বেড়েছে, যা মাইক্রোসফটের জন্য সুখবর নয়।

মরগান স্ট্যানলির বিশ্লেষক কিথ ওয়েইস প্রদত্ত নোটের তথ্যানুযায়ী, ডেল, এইচপি, লেনোভোসহ অন্যান্য উৎপাদনকারীর কাছে উইন্ডোজের লাইসেন্স বিক্রির মাধ্যমে মাইক্রোসফট অধিকাংশ আয় করে, যা মোট রাজস্বের ৭ দশমিক ৫ শতাংশ এবং পুরো লাভের ১১ শতাংশ।

শিল্প গবেষণা প্রতিষ্ঠান মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান নির্বাহী প্যাট্রিক মুরহেড বলেন, বাজার ধরতে হলে অ্যাপলকে আরো কিছু বিষয়ে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কম মূল্যের কম্পিউটার বাজারজাত করতে পারে। সেজন্য ১ হাজার ১৯৯ ডলারে এম২ চিপের ম্যাকবুক এয়ারের সাশ্রয়ী ভার্সন হিসেবে ৮০০-৯০০ ডলারের ম্যাকবুক এসই বাজারজাতের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

DISCLAIMER : Views expressed above are the author's own. The contents provided here are only for educational assistance & information purposes only. Information is provided without warranty and is to be used at the risk of the reader. All trademarks, logos and copyright issues are property of their respective owners. The creator of this page takes no responsibility for the way you use the information provided on this site.