• পৃথিবীর বৃহত্তম মহাসাগর – প্রশান্ত মহাসাগর ।
  • পৃথিবীর বৃহত্তম সাগর – ভূ-মধ্যসাগর।
  • পৃথিবীর বৃহত্তম উপসাগর – মেক্সিকো উপসাগর।
  • মিসিসিপি নদী অবস্থিত – উত্তর আমেরিকা ।
  • নীল নদ অবস্থিত – মিশর ।
  • আমাজান নদী অবস্থিত – দক্ষিণ আমেরিকা ।
  • আমুর নদী অবস্থিত – রাশিয়া ।
  • এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং অবস্থিত – চীনে ।
  • ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী – ভলগা ।
  • দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী – আমাজান ।
  • অস্ট্রেলিয়ার বিখ্যাত নদী – মারে ডার্লিং ।
  • সিন্ধু নদ অবস্থিত – পাকিস্তানে ।
  • দানিয়ুব নদী অবস্থিত – ইউরোপ মহাদেশে ।
  • কঙ্গো নদী অবস্থিত – আফ্রিকা ।
  • হোয়াংহো নদী অবস্থিত – চীনে ।
  • মেকং নদী অবস্থিত – ইন্দোচীন (ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস)।
  • প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম – মারিয়ানা ট্রেঞ্চ ।
  • আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম – পুয়ের্তোরিকা ।
  • এশিয়ার বৃহত্তম সাগর – দক্ষিণ চীন সাগর
  • জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত – কোরিয়া উপদ্বীপ ।
  • বাহরাইন দ্বীপ অবস্থিত – পারস্য উপসাগরে ।
  • উচ্চতম এঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত – ভেনিজুয়েলা ।
  • হরমুজ প্রণালীর অবস্থান – ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে ।
  • আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত – নায়াগ্রা (যুক্তরাষ্ট্র ও কানাডা)।
  • উপসাগরীয় স্রোতের বর্ণ – গাঢ় নীল ।
  • উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে – বেরিং প্রণালী।
  • জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে – মরক্কো ও স্পনকে ।
  • ভারত ও শ্রীলংকা কে পৃথক করেছে – পক প্রনালী ।
  • এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে – বাব-এল মান্দেব প্রণালী ।
  • যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত – ডোভার প্রণালী।
  • ইরান ও কাজাখস্তানে অবস্থিত – কাস্পিয়ান সাগর ।
  • গ্রেট বিয়ার হৃদ অবস্থিত – কানাডায় ।
  • সুপ্রিয় হৃদ অবস্থিত – যুক্তরাষ্ট্র ও কানাডায় ।
  • ভিক্টিরিয়া জলপ্রপাত অবস্থিত – জিম্বাবুয়ে ।
  • সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে – মালাক্কা প্রণালী ।
  • ইংলিশ চ্যানেল সংযোগ করেছে – আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে ।
  • নাইজার নদী অবস্থিত – আফ্রিকায় ।
  • নিউইয়র্ক যে নদীর তীরে অবস্থিত – হাডসন ।
  • ভারতের জাতীয় নদী – গঙ্গা ।
  • দানিয়ুর নদী পতিত হয়েছে – কৃষ্ণ সাগরে ।
  • আমাজান নদী পতিত হয়েছে – আটলান্টিক মহাসাগরে ।
  • মারে ডার্লিং নদী পতিত হয়েছে – ভারত মহাসাগরে।
  • যে দুই সাগরের মাঝে কোরীয় উপদ্বীপ অবস্থিত – জাপান সাগর ও পীত সাগর ।
  • হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে – ইরান ও ওমান ।
  • সুন্দা প্রণালী পৃথক করেছে – সুমাত্রা ও জাভাকে, সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও জাভা সাগরকে ।