• নোবেল পুরস্কারের প্রবর্তক -- আলফ্রেড বার্নার্ড নোবেল।
  • সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী -- সেলমা লেগারলফ (সুইডেন, ১৯০৯ সালে)।
  • নোবেল পুরস্কার দেয়া হয় - ৬ টি বিষয়ে।
  • এশিয়ার প্রথম নোবেল বিজয়ী -- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে)।
  • নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রথম নারী -- বার্থাভান সুটনার (অস্ট্রিয়া, ১৯০৫ সালে)।
  • প্রথম নোবেল বিজয়ী মুসলমান -- মিশরের আনোয়ার সাদাত।
  • এশিয়ার নোবেল বলে খ্যাত ম্যাগসেসে পুরস্কার দেয়া হয় -- ফিলিপাইন থেকে।
  • বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার -- অস্কার পুরস্কার (১৯২৮ সাল থেকে প্রদান করা হয়)।
  • পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় -- সাহিত্য, সঙ্গীত ও সাংবাদিকতায়।
  • বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিওর স্বরণে দেয়া হয় -- জুলিও কুরি পুরস্কার।
  • বুকার পুরস্কার প্রবর্তন হয় -- ১৯৬৮ সালে।
  • শান্তিতে নোবেল প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি -- লি ডাক থো (ভিয়েতনাম)।
  • কমনওয়েলথ লেখক পুরস্কার প্রদান করে -- কমনওয়েলথ ফাউন্ডেশন ।
  • দাদাসাহেব ফালকে এওয়ার্ড প্রদান করে -- ভারত সরকার।
  • দাদাসাহেব ফালকে এওয়ার্ড প্রদান করা হয় -- চলচ্চিত্রে অবদানের জন্য ।
  • আগা খান পুরস্কার প্রদান করা হয় -- স্থাপত্য  শিল্পের জন্য ।
  • সঙ্গীতের জন্য বিখ্যাত পদক -- গ্র্যামি এওয়ার্ড।
  • গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার -- এবেল পুরস্কার।
  • অস্কার পুরস্কারের অপর নাম -- একাডেমি এওয়ার্ড।
  • প্রথম অস্কার বিজয়ী ভারতী -- বানু আথাইয়া।
    কান চলচ্চিত্র উৎসব শুরু হয় -- ১৯৩৯ সালে ।
  • ভিক্টোরিয়া ক্রস যে দেশের সর্বোচ্চ সামরিক পদক -- ব্রিটেন ।
  • 'গেকো' যে দেশের সাহিত্য পুরস্কার -- ফ্রান্সের।
  • ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক -- ভারতরত্ন।
  • যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার -- প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।
  • FAO যে সালে এএইচ বুর্মা এওয়ার্ড প্রদান করে -- ১৯৭৯ সালে।
  • জার্মানির সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার -- দ্য ক্রস অব দ্য মেরিট।
  • 'নাইটহুড' খেতাব দেয়া হয় যে দেশ থেকে -- ব্রিটেন ।
  • পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রিয় পদক -- হিলাল-ই-ইমতিয়াজ।
  • 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কারের প্রবর্তক -- জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEF)।
  • প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন -- কবি শামসুর রহমান (বাংলাদেশ)।
  • বিশ্ব খাদ্য পুরস্কারের প্রবর্তক -- নরমান বরলাগ।
  • জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করে -- ১৯৬৬ সালে।