অনেক মানুষ আছে যাদের ঠোঁট বংশগত কারণেই কালো ধরনের হয়ে থাকে। ঠোঁট কালো ধরনের পাওয়ার অনেক কারণ আছে যেমন সূর্যের ক্ষতিকর রশ্মি ,অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, ধূমপান ইত্যাদি। অধিকিন্তু আপনি যদি নিয়ম অনুসারে ঠোঁটের যত্ন না নেন তাহলে আপনার ঠোঁটের কালচে ভাব স্পষ্ট হয়ে উঠবে। যাই হোক প্রত্যেকটি সমস্যার সমাধানও আছে। যদি আপনি আপনার ঠোঁটকে গোলাপি রাখতে চান তাহলে নিচের সহজ উপায়গুলো একবার চেষ্টা করতে পারেন।এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট থেকে।

  • যদি আমরা আমাদের ঠোঁটকে উজ্জ্বল করতে চাই ,তাহলে এক্ষেত্রে ল্যাকটিক এসিড খুবই উপকারী হয়। এক্ষেত্রে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে বা লাগিয়ে নিন। দুধ ঠোঁটের চামড়াকে তুলে ফেলার মাধ্যমে ঠোটের কালো হওয়াকে প্রতিরোধ করে।
  • আমাদের অতি পরিচিত গোলাপের পাপড়িও ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটের রং গোলাপি করতে সাহায্য করে।গোলাপকে এই কাজে ব্যবহার করতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মটি হল, মধু ও গ্লিসারিনকে একসাথে নিয়ে এর মধ্যে গোলাপের পাপড়ি রেখে দিতে হবে। এভাবে তৈরিকৃত প্রলেপটি 15 মিনিট আপনার ঠোঁটে মাখুন। এরপর যা করতে হবে তা হল দুধ দিয়ে আপনার ঠোঁটকে ভালোভাবে মুছে নেই। প্রতিদিন এই প্রলেপটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ঠোঁটকে গোলাপি বা আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হবেন।
  • লেবুকে আমরা সবাই ভালবাসি। আমরা কি জানি ,এই লেবুর ভিতরে যে এসিড থাকে, সেই অ্যাসিড  ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলে ঠোঁটকে আকর্ষণীয় করে তোলে। এক্ষেত্রে চিনি ও মধু একসাথে মিশিয়ে তারমধ্যে লেবুর রস যোগ করে ঘরে বসেই এই প্রলেপটি ঠোটের উপর লাগিয়ে ঠোঁটের কালচে ভাব দূর করা সম্ভব। মনে রাখতে হবে, প্রলেপটি মাখার 60 মিনিটের মধ্যে প্রলেপটি ধুয়ে দিয়ে তুলে ফেলতে হবে।

  • গ্লিসারিন ও লেবুর রস একসাথে মিশিয়ে যদি আপনি আপনার ঠোঁটে মাখেন ,তাহলে কয়েক দিনে আপনি ম্যাজিকাল ফলাফল পাবেন।
  • আপনি জানেন কি, পালং পাতা আপনার ঠোঁটকে আকর্ষণীয় করতে পারে? না জেনে থাকলে জেনে নিন যে, আপনি যদি আপনার ঠোঁটে পালং পাতা ঘসে দেন, তাহলে আপনার ঠোঁটের আকর্ষণীয়ভাব বেড়ে যাবে। এই পালং পাতার সাথে আপনি জাফরান ও ব্যবহার করতে পারেন। এ দুটি সহজলভ্য উপাদান নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ঠোঁট ভালো থাকবে।

  • একটি পাতলা লেবুর টুকরোর ওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের রশ্মিতে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে।
  • কয়েক ফোঁটা অলিভ অয়েল এবং মধুর সঙ্গে চিনি মিশিয়ে ১০ মিনিট ধরে ঠোঁটের ওপরে ঘষতে পারেন।
  • বাদামের তেল, মধু ও চিনির মিশ্রণ করুন। প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না কোমলতাও বাড়াবে।

  • আমরা সবাই কমলালেবু খেতে পছন্দ করি। কমলালেবু খাবারের পর এর বিচিগুলো সংরক্ষণ করা প্রয়োজন। কারণ নিয়মিত ঠোঁটকে কমলা লেবুর বিচি তারা পরিষ্কার করতে হবে।
  • আকর্ষণীয় ঠোঁট পেতে প্রতিদিন টমেটো পেষ্ট করে ঠোঁটে মাখার চেষ্টা করুন। আপনার ঠোঁট হবে উজ্জ্বল এবং আকর্ষণীয় ।

শসার রসও ঠোটের কালো হওয়াকে প্রতিরোধ করে। যদি শসার রস ঠোঁটে মেখে ভালো ফলাফল পেতে চান ,তবে আপনাকে অন্তত পাঁচ মিনিট শসার রস ব্যবহার করে অপেক্ষা করতে হবে।

 

তথ্যসূত্র: আরটিভি অনলাইন