• এশিয়া কাপ-২০১৪ (১২ তম) চ্যাম্পিয়ন -- শ্রীলঙ্কা (পঞ্চমবার, প্রথম ১৯৮৬ সালে) ৫ উইকেটে জয়।
  • আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরী করেন -- কেরি উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৩৬ বলে।
  • বাংলাদেশী অলরাউন্ডার সোহাগ গাজী প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরী ও হ্যাট্রিক সহ ছয় উইকেট করার গৌরব অর্জন করেন। বিপক্ষ দল ছিল নিউজিল্যান্ড।
  • শচীন টেন্ডুলকার একমাত্র টৈস্ট ক্রিকেটার হিসেবে ২০০ তম টেস্ট খেলেন।
  • প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল।
  • সাফ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয় -- ২০১০ সালে।
  • বিশ্ব অলিম্পিকের  প্রতিক -- পরস্পর সংযুক্ত পাঁচতি বৃত্ত।
  • FIFA এর প্রথম সভাপতি -- রবার্ট গুয়েরিন।
  • বিশ্বকাপ ফুটবল শুরু হয় -- ১৯৩০ সালে (চ্যাম্পিয়ন- উরুগুয়ে)।
  • টেস্ট ক্রিকেট শুরু হয় -- ১৮৭৭ সালে।
  • ক্রিকেটে একদিনের ম্যাচ শুরু হয় -- ১৭৯১ সালে।
  • ২০১২ সালের অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় -- লন্ডন, ইংল্যান্ড।
  • আধনিক অলিম্পিকের প্রবর্তক -- ব্যারন পিয়ারে দ্য কুবার্তো।
  • বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা -- FIFA(Fedaration of International Football Association)
  • ভূটানের জাতীয় খেলা --আর্চারি।
  • বিশ্বকাপ ফুটবল না খেলেও তারকা হয়েছেন -- জর্জ বেস্ট।
  • ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা -- ICC (International Cricket Council)।
  • ইনিংসে ১০ উইকেট লাভ করা প্রথম বোলার -- জিম লেকার (ইংল্যান্ড)।
  • ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চিরি করেছেন -- শচীন টেন্ডুলকার (৪৯ টি, ১৬ মার্চ ২০১২ পর্যন্ত)।
  • টেস্ট ও ওয়ানডেতে দুটি করে হ্যাট্রিক করেছেন -- ওয়াসিম আকরাম (পাকিস্তান)।
  • কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় -- ৪ বছর পর।
  • প্রথমবারের মতো সাফ গেমস অনুষ্ঠিত হয় -- ১৯৮৪ সালে নেপালে।
  • সাফ গেমস অনুষ্ঠিত হয় -- ২ বছর পরপর।
  • দাবা খেলার আদি নাম -- চতুরঙ্গ।
  • বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা -- ফিদে।
  • 'Wizard of Tennis' নামে খ্যাত -- জার্মানির স্টেফি গ্রাফ।
  • উইম্বলডন টেনিসের প্রথম টুর্নামেন্ট হয় -- ১৮৭৭ সালে।
  • ভলিবল খেলার উৎপত্তি -- আমেরিকায়।
  • মালয়েশিয়ার জাতীয় খেলা -- ব্যাডমিন্টন।
  • কাবাডি খেলা সাফ গেমসের অন্তর্ভূক্ত হয় -- ঢাকা সাফ গেমসে ১৯৮৫ সালে।
  • ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে -- ব্রাজিলে।
  • ২০১০ সালের FIFA ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন -- স্পেন (রানার্স আপ -নেদারল্যান্ড)।
  • ২০১০ সালের FIFA ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল বিজয়ী --  দিয়াগো ফোরলান (উরুগুয়ে)।
  • ২০১২ সালের FIFA ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট বিজয়ী -- থমাস মুলার (জার্মানি)।
  • FIFA ওয়ার্ল্ড কাপ ২০১০ সালের একমাত্র হ্যাট্রিককারী -- গঞ্জাও হিগুয়েন (আর্জেন্টিনা)।
  • ২০১০ সালের FIFA ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় -- জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম।
  • ১৯ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় -- নয়াদিল্ল, ভারত: ২০১০ সাল।
  • একদিনের ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক -- বীরেন্দর শেওয়াগ (২১৯ রান, অপরাজিত)।
  • ২০১১ সালে ৪৩ তম কোপা আমেরিকান কাপ অনুষ্ঠিত হয় -- আর্জেন্টিনায় ( চ্যাম্পিয়ন - উরুগুয়ে)।
  • ২৯ তম বেইজিং অলিম্পিকে সর্বোচ্চ স্বর্ণপদক পায় -- চীন (৫১ টি)
  • ২৯ তম বেইজিং অলিম্পিকের স্লোগান -- 'One World, One Dream'