Print
Hits: 394

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের আওতাধীন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ডাক যোগাযোগের ঠিকানা সংবলিত আট ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের ডাকটিকিটযুক্ত ফেরত খাম সংযুক্ত করে দিতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

কৃষি বিপণন অধিদপ্তরে ১২–১৬তম গ্রেডে চাকরি, আবেদন ফি ২০০–৩০০

আবেদন ফি
ওয়াক্‌ফ প্রশাসক, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ওয়াক্‌ফ প্রশাসক, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ৪ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২২

সূত্র-প্রথম আলো

আরও পড়ুন

কর কমিশনার (আপীল) কার্যালয়ে নিয়োগ 2022

বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় নিয়োগ 2022

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022