Print
Hits: 335

জাতীয় ক্রীড়া পরিষদ রাজস্ব খাতভুক্ত স্থায়ী/রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে নয় ক্যাটাগরির পদে নবম থেকে ১৮তম গ্রেডে ১২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

      আরও পড়ুন

      নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ 2022

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৮ ডিসেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা হবে ১৮ থেকে হতে ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স সর্বোচ্চ বয়সসীমার আছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদন যেভাবে
আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্যসহ সরকারি চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। খামের ওপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।

আবেদন ফি
আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যেকোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত নবম গ্রেডের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১৫ ও ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৮তম গ্রেডের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২২।

সূত্র-প্রথম আলো ডেস্ক

আরও পড়ুন

বিআইডব্লিউটিএতে চাকরির সুযোগ, আবেদন ফি ২১৫–৩২০

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

চাকরির সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া