Print
Hits: 279

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন

 বিস্ফোরক পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির খবর ২০২২

আরও পড়ুন

 বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় চাকরি

চাকরির ধরন
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আরও পড়ুন

 ডাচ্-বাংলা ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৫৫ হাজার

সাধারণ শর্ত
১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫ স্কেলে ন্যূনতম ৩ এবং ৪ স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে। তবে এটা ৫ থেকে ১১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বয়সসীমা
৩ থেকে ৬ এবং ৮ থেকে ১১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়স ৩২ বছর, তবে বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনির ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। সব পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে নির্ধারিত হবে। ইজিসিবিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ ফোন অথবা vas.queryWteletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন

এইচএসসি পাসে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২২, বিকেল চারটা পর্যন্ত।

সূত্র-প্রথম আলো

আরও পড়ুন

 সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, আবেদন ফি ২০০ টাকা