মাঙ্কিপক্সের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো শতভাগ কার্যকর নয় বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এ কারণে মানুষকে অবশ্যই তাদের সংক্রমণের ঝুঁকি কমাতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি। গত বুধবার ডব্লিউএইচওর মাঙ্কিপক্স ভাইরাসবিষয়ক টেকিনিক্যাল প্রধান রোসামুন্ড লুইস এ কথা বলেন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯২টিরও বেশি দেশে ৩৫ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটিকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে চীন। তাইওয়ান থেকে আমদানিতে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিজেদের মোট রপ্তানির ৩০ ভাগই চীনে পাঠায় তাইওয়ান। তাই চীনের যে কোনো নিষেধাজ্ঞাই বড় প্রভাব ফেলে দেশটির উপরে। চীনও দফায় দফায় তাইওয়ানের একের পর এক পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। কিন্তু তাইওয়ানের সবথেকে মূল্যবান রপ্তানি সেমিকন্ডাক্টরের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি চীন। আর এখানেই তাইওয়ানের কাছে ধরা চীন।

মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়কমন্ত্রী জাভিয়ের বেসেরা স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার ফলে দেশটিতে মাঙ্কিপক্স মোকাবিলায় অতিরিক্ত তহবিলের পাশাপাশি সরঞ্জাম সরবরাহের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

গত বুধবার নাগাদ যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬০০ জন ছাড়িয়ে যায়। শনাক্ত হওয়া রোগীদের প্রায় সবাই সমকামী পুরুষ।