PHP Comments (পিএইচপি কমেন্টস)

পিএইচপিসহ যেকোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কোডিং এর সময় বিভিন্ন কমেন্টস লেখা হয় যা প্রোগ্রামের কোন অংশ নয়। এর একমাত্র উদ্দেশ্য কোডটি বা কোডের ব্লকটি কি কারণে বা কিভাবে লিখেছেন সে বিষয়টি সম্পর্কে কমেন্ট আকারে লিপিবদ্ধ করা।  সাধারণভাবে একজন প্রোগ্রামার কর্তৃক কোডিং বা প্রোগ্রাম স্ক্রিপটি প্রায়শই আপডেট/পরিবর্তন/পরিবর্ধন করতে হয়-যা মূল প্রোগ্রামার নিজেও করতে পারে বা অন্য কোন প্রোগ্রামার কাজটি করেন। এক্ষেত্রে কমেন্টস দেখে সহজেই ইতিপূর্বে যা করা হয়েছে  সে সম্পর্কে পুনরায় অবগত হন। যেমন- আমরা ক্লাসে যখন নোট করি তখন বিভিন্ন কমেন্টস/চিত্র/সারসংক্ষেপ ইত্যাদি লিখি- যা দেখে পরবর্তীতে লেখাপড়ার সময় একটি ধারনা পায় কি করতে হবে।

পিএইচপি কমেন্টস লেখার বিভিন্ন উপায় আছে। যেমন-

  • Single-line comments

  • Multiple-line comments

Single-line comments:

আপনি যখন কোন কমেন্ট এক লাইনে লিখবেন-তখন কমেন্টের শুরুতে // বা  # সাইন ব্যবহার করবেন। এই সিম্বল/সাইন ব্যবহার করা মাত্র কমেন্টটি অন্য কালারকোড (সাধারণত সবুজ) ধারণ করবে। যদি কালার পরিবর্তন না হয় তাহলে বুঝবেন সিম্বল/সাইন ব্যবহার সঠিক হয়নি। নিচের উদাহরণটি ভালভাবে বুঝার চেষ্টা করুন।

উদাহরণ-১

<!DOCTYPE html>
<html>
<body>
<?php
// This is a single-line comment

# This is also a single-line comment
?>
</body>
</html>

Multiple-line comments:

আপনি যখন কোন কমেন্ট অনেকগুলি লাইনে লিখবেন-তখন মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করবেন। এক্ষেত্রে কমেন্টের শুরুতে /*এবং শেষে */ সিম্বল/সাইন ব্যবহার করবেন। নিচের উদাহরণটি ভালভাবে বুঝার চেষ্টা করুন।

উদাহরণ-২

<!DOCTYPE html>
<html>
<body>
<?php
/*
This is a multiple-lines comment block
that spans over multiple
lines
*/
?>
</body>
</html>

আপনি প্রয়োজনে কোড এর মধ্যে কমেন্ট লিখতে পারেন।

উদাহরণ-৩

<!DOCTYPE html>
<html>
<body>
<?php
// You can also use comments to leave out parts of a code line
$x = 5 /* + 15 */ + 5;
echo $x;
?>
</body>
</html>

 

তথ্যসূত্রঃ w3school