- Details
- Written by Kamruzzaman Kiron
- Hits: 229
২১. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. ভোলা
গ. কক্সবাজার
ঘ. পটুয়াখালী
উত্তর : গ. কক্সবাজার
২২. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. রামপাল
খ. ধর্মপাল
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. আদিশূর
উত্তর : খ. ধর্মপাল
২৩. বিবি পরী কে ছিলেন?
ক. আওরঙ্গজেবের কন্যা
খ. শায়েস্তা খানের কন্যা
গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
ঘ. আজিমুসশানের মাতা
উত্তর : খ. শায়েস্তা খানের কন্যা
- Details
- Written by Kamruzzaman Kiron
- Hits: 1717
১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা "বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন" অংশের প্রশ্নোত্তর নিয়ে ”বিসিএস বাংলাদেশ বিষয়াবলী” প্রস্তুতি সিরিজ। বিসিএস প্রিলি প্রস্তুতি এর জন্য kedupoint.com এর ”বিসিএস প্রিলি প্রশ্ন” ব্যাংক থেকে বিভিন্ন প্রশ্নোত্তর ভালভাবে আয়ত্ব করুন।
০১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীরউত্তম- উপাধিতে ভূষিত করা হয়?
ক. ২৫৭ জন
খ. ১৬৩ জন
গ. ৪৪ জন
ঘ. ৬৮ জন
উত্তর : ঘ. ৬৮ জন
০২. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
ক. অ্যামোনিয়া
খ. টিএসপি
গ. ইউরিয়া
ঘ. সুপার ফসফেট
উত্তর : গ. ইউরিয়া
০৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হামিদুর রহমান
ঘ. হাশেম খান
উত্তর : খ. কামরুল হাসান