• রাডক্লিফ লাইন -- ভারত ও পাকিস্তানের মধ্য নিরুপিত সীমারেখা।
  • রাডক্লিফ লাইন নিরুপিত হয় – ১৯৪৭ সালে।
  • সিগফ্রিড লাইন -- ফ্রান্স ও জার্মানির মধ্য নিরুপিত সীমারেখা।
  • বারলেব লাইন – ইসরাইলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা ব্যুহ।
  • ম্যাকমোহন লাইন – ভারত ও চীনের মধ্য নিরুপিত লাইন।
  • ম্যাকনামারা লাইন – যুক্তরাষ্ট্র কর্তৃক ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেকট্রিক লাইন।
  • ডুরাল্ড লাইন – ১৮৯৬ সালে তৎকালীন ইন্ডিয়া ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
  • হিন্ডারবার্গ লাইন – প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল। এটি জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা।
  • ম্যানারহেম লাইন – রুশ-ফিনিশ সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
  • ওডেরনিস লাইন – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমায় জার্মানি ও পোল্যন্ডের মধ্যে নিরুপিত সীমারেখা।
  • ৩২ তম অক্ষরেখা – ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন।
  • ৩৬ তম অক্ষরেখা – ইরাকের উত্তরে নো ফ্লাই জোন।
  • ম্যাজিনো লাইন – ফ্রান্স কর্তৃক নির্মিত জার্মানি ও ফ্রান্স সীমান্ত রেখা।
  • হট লাইন – কোন আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে সরাসরি টেলিফোন লাইন।
  • ২৪ তম অক্ষরেখা – পাকিস্তানের মতে এই অক্ষরেখাকেই সীমারেখা ধরে ভারত-পাকিস্তানের সীমারেখা নির্ধারণ করা উচিৎ।
  • ৪৯ তম অক্ষরেখা – যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা।
  • ৩৮ তম অক্ষরেখা – উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরুপনকারী রেখা।
  • ম্যাজিনো লাইন মূলত – কনক্রিট ও ষ্টিলের তৈরী  সুরক্ষিত লাইন।
  • গ্রিন লাইন – ইসরাইল ও এর প্রতিবেশী দেশ বিভক্তকারী রেখা।
  • আলপাইন লাইন – ইতালি ও ফ্রান্সকে বিভক্তকারী রেখা।
  • লাইন অব কন্ট্রোল – ভারত-পাকিস্তানকে বিভক্তকারী রেখা।
  • মিলিটারি ডিমারকেশন লাইন – উত্তর কোরিয়া-দক্ষিন কোরিয়া বিভক্তকারী রেখা।
  • ফচ লাইন – পোল্যান্ড-লিথুনিয়াকে বিভক্তকারী রেখা।
  • কার্জন লাইন – পোল্যান্ড-রাশিয়াকে বিভক্তকারী রেখা।
  • ব্লু লাইন – লেবানন-ইসরাইলকে বিভক্তকারী রেখা।

 

 বিভিন্ন প্রণালী

প্রণালী

পৃথক করেছে

সংযুক্ত করেছে

পক প্রণালী

ভারত-শ্রীলংকা

ভারত মহাসাগর-আরব সাগর

জিব্রল্টার প্রণালী

সুমাত্রা-মালয়েশিয়া

বঙ্গোপসাগর-জাভা সাগর

বেরিং প্রণালী

আমেরিকা-এশিয়া

উত্তর সাগর-বেরিং সাগর

ডোভার প্রণালী

যুক্তরাজ্য-ফ্রান্স

ইংলিশ চ্যানেল-উত্তর সাগর

বাবেল মান্দেব

এশিয়া-আফ্রিকা

এডেন-লোহিত সাগর

বসফরাস প্রণালী

এশিয়া-ইউরোপ

মর্মর সাগর-কৃষ্ণসাগর

ফ্লোরিডা প্রণালী

কিউবা-ফ্লোরিডা

মেক্সিকো উপসাগর-আটলান্টিক মহাসাগর

ইংলিশ চ্যানেল

ফ্রান্স-বিটেন

আটলান্টিক-উত্তরসাগর

মোজাম্বিক প্রণালী

মোজাম্বি-মালাগাছি

ভারত মহাসাগর-ভারত মহাসাগর

হরমুজ প্রণালী

ইরান-সংযুক্ত আরব আমিরাত

পারস্য উপসাগর-ওমান উপসাগর

ফরমোজা প্রণালী

চীন-তাইওয়ান

চীন সাগর-টুকিং সাগর

তাতার প্রণালী

রাশিয়-শাখনীল দ্বীপ

জাপান সাগর-ওখটস্ক সাগর