বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তার মধ্যে ৫০টি নবম গ্রেড, ১ হাজার ৪২৮টি দশম গ্রেড ও বাকি ১৭৬ পদ ১২তম গ্রেডের। সবচেয়ে বেশি নেওয়া হবে স্থানীয় সরকার অধিদপ্তরে ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী। এরপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪০১ জন মিডওয়াইফ; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার পদে ১৭৬ জন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা-থানা শিক্ষা অফিসার পদে (এটিইও) ১৫৯ জন।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৯৪টি স্থায়ী-অস্থায়ী পদে ব্যক্তিগত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫০টি পদে ব্যক্তিগত কর্মকর্তা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৪১ জন শ্রম পরিদর্শক (সেফটি)।

এ ছাড়া আরও কিছু ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে। সেগুলো হলো- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে নেওয়া হবে ৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্টক্যাল); ৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস); ৭ জন সহকারী প্রকৌশলী (এক্স-রে); পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২ জন সুপারিটেনডেন্ট; ডাক অধিদপ্তরে একজন গ্রাফিক ডিজাইনার ও বাংলাদেশ টেলিভিশনে সাতজন উপসহকারী প্রকৌশলী।

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নেওয়া হবে একজন হোষ্টেল সুপার; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন হার্ডওয়্যার টেকনিশিয়ান; প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তরে ১৪ জন সহকারী বিদ্যুৎ পরিদর্শক; রাষ্ট্রপতির কার্যালয়ে একজন সহকারী প্রটোকল অফিসার; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজে ১০ জন প্রভাষক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরে ১০ জন সহকারী স্থপতি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: পদ অনুযায়ী আবেদন যোগ্যতা ভিন্ন ভিন্ন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে।

বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা। গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা) এবং গ্রেড-১২ (১১৩০০-২৭৩০০ টাকা)।

আবেদন পদ্ধতি:  এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১২তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।