Spoken+Grammar Bundle

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে অবশ্যই নেদারল্যান্ডের বিপক্ষে জিততে হতো দক্ষিণ আফ্রিকাকে। এমন সমীকরণের ম্যাচে ডাচদের বিপক্ষে হেরে গিয়ে অলিখিতভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে ডাচদের কাছে ১৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ফলে সেমির সমীকরণ সহজ হলো বাংলাদেশের। পাকিস্তান আজ হারাতে পারলেই সেমিফাইনালে যাবে টাইগাররা।এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে ৮ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

 রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার বাভুমা ও ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা ২০ বলে ২০ ও ডি কক করেন ১৩ বলে ১৩ রান। দ্রুতই ফেরেন রুশোও। করেন ১৯ বলে ২৫ রান।এরপর প্রোটিয়াদের আশা জাগিয়ে তুলেন মিলার-ক্লাসেন। কিন্তু মিলারকে ১৭ রানে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে নেয় ডাচরা। ক্লাসেনও ফেরেন ১৮ বলে ২১ রানে। এরপর কোনমতে রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই ডাচ ওপেনার স্টেফান মাইবার্গ আর ম্যাক্স ওডাউড মিলে শুরুটা দুর্দান্তই করেছিলেন। পাওয়ারপ্লের ছয় ওভারে তুলে ফেলেছিলেন ৪৮ রান। মাইবার্গ আর ওডাউডের এই জুটি থামে ৫৮ রানে।এরপরই টম কুপারের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২টি করে চার আর ছক্কায় ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি, তাতে নেদারল্যান্ডস ইনিংস পায় বড় রানের দিশা। তবে দলীয় ৯৭ রানে ওডাউড ফেরেন ৩১ বলে ২৯ রান করে, ১১২ রানে ফেরেন কুপারও।

তার বিদায়ের পর আবারও গতি হারিয়েছিল নেদারল্যান্ডস। ১৫তম ওভারে কুপার ফেরার পরের দুই ওভারে দলটি রান তোলে মোটে ১১। তখন মনে হচ্ছিল, রানটা বুঝি ১৪০ ও ছোঁবে না ডাচদের!৭ বলে ১ রান করা বাস ডি লিডার বিদায় নেন ইনিংসের ১৮তম ওভারে। এরপর থেকে শেষ পর্যন্ত গল্পটা কেবলই কলিন অ্যাকারম্যান আর অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের। শেষ ১৭ বলে দুজন তুলেছেন ৩৫ রান। অ্যাকারম্যান ৩ চার আর দুই ছক্কায় ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন, আর অ্যাডওয়ার্ডস দুই চারে ৭ বলে করেন ১২ রান।

 

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিদায়

রোহিতদের শেষ চারের রাস্তা পরিষ্কার করতে চাইছে আইসিসি! বিস্ফোরক দাবি বিশ্বকাপে

রশিদের ২৩ বলে অপরাজিত ৪৮ রান; অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৪ রানে হারল আফগানিস্তান