কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায় ঘনিয়ে আসছে দ্রুত। পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়ে শেষ ষোলোর লড়াই। ৩২ দল থেকে টুর্নামেন্টে টিকে রয়েছে মাত্র ৮ দল।শুক্রবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিনের মতো এ রাউন্ডেও প্রতিদিন থাকছে দুটো করে ম্যাচ।

প্রথম দিনই নামছে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
ওইদিন রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।
শনিবারের প্রথম ম্যাচে লড়বে স্পেনকে বিদায় করে দেয়া মরক্কো ও ও সুইসদের গুডবাই জানানো পর্তুগাল।
ওইদিন রাত ১টায় হতে যাচ্ছে সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবিলা করবে উড়ন্ত ইংল্যান্ডকে।
কোয়ার্টার ফাইনালের পর রবি ও সোমবার কোনো খেলা নেই। মঙ্গলবার প্রথম ও বুধবার দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর শনিবার হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচ আর পরদিন হবে শিরোপা লড়াইয়ের ফাইনাল।

কোয়ার্টার ফাইনাল লাইন আপ

ব্রাজিল-ক্রোয়েশিয়া: শুক্রবার রাত ৯টা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: শুক্রবার রাত ১টা

মরক্কো-পর্তুগাল: শনিবার রাত ৯টা

ফ্রান্স-ইংল্যান্ড: শনিবার রাত ১টা

আরও পড়ুন

সাম্বার ছন্দে বিধ্বস্ত কোরিয়া

মিরাজের ‘অভয়’ হয়ে ছিলেন মুস্তাফিজ

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০ কোচ