১৫ হাজারের বেশি খাতায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বরে গরমিল। এখন খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা হয়েছিল প্রায় ১১ মাস আগে; কিন্তু এখনো ফল প্রকাশ করা হয়নি। প্রায় ১৫ হাজার খাতায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের দেওয়া নম্বরে গরমিল পাওয়া গেছে। নিয়মানুযায়ী সেগুলো তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। এ জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।পিএসসি সূত্র বলছে, প্রথম ও দ্বিতীয় পরীক্ষক খাতা জমা দেওয়ার পর এগুলো যাচাই করতে গিয়ে দেখা যায়, ১৫ হাজারের বেশি খাতায় ২০ বা তারও বেশি নম্বরের গরমিল ধরা পড়ে। এ ধরনের ঘটনা ঘটলে খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাতে হয়।

Subcategories

অনেকেরই ভীতির জায়গা ইংরেজি। বিসিএস, ব্যাংক সহ অন্যান্য চাকুরী বা ভর্তি পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধিক নম্বর পেতে ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে পরীক্ষায় ধস নামানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখে।  কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার ক্ষেত্রে ইংরেজিতে ভালো করার বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। এখানে ১০ম বিসিএস থেকে অদ্যাবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা ইংরেজী অংশের সংকলন করা হয়েছে। এগুলি ভালভাবে Practice করুন। সকল পর্ব দেখতে থাকুন..

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা বাংলা বিষয়াবলী (বাংলা ব্যকরণ ও বাংলা সাহিত্য) অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা বাংলাদেশ বিষয়াবলী অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন। 

১০ তম বিসিএস থেকে অদ্যবধি বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়াবলী অংশের প্রশ্নোত্তর ভালভাবে জেনে নিন।