মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফরচুন’ ১ আগস্ট সেরা ৫০০ কোম্পানির তালিকা প্রকাশ করে। ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় প্রথমে স্খান পেয়েছে ওয়ালমার্ট স্টোরস ইনক. (সংক্ষেপে ওয়ালমার্ট হিসেবে পরিচিত)। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। টানা অষ্টম বছরের মতো এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ওয়ালমার্ট।

এতে ওয়ালমার্টের বিক্রয়ের পরিমাণ ছিল ৪৮ হাজার ৫৭৩ কোটি ডলার এবং নিট মুনাফা ছিল এক হাজার ৩৬৪ কোটি ডলার। 
এরপর রয়েছে চীনের তিন কোম্পানি এস্টেট গ্রিড (৩১ হাজার ৫১৯ কোটি ডলার), সিনোপ্যাক গ্রুপ (২৬ হাজার ৭৫১ কোটি) ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম (২৬ হাজার ২৫৭ কোটি)। তালিকার শীর্ষ দশের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে একমাত্র কোম্পানি জাপানের টয়োটা (২৫ হাজার ৪৬৯ কোটি) রয়েছে পঞ্চম স্থানে। 

শীর্ষে দশে থাকা বাকি কোম্পানিগুলো হলো- ভক্সওয়াগন (২৪ হাজার ২৬ কোটি), রয়েল ডাচ শেল (২৪ হাজার তিন কোটি), বার্কশায়ার হ্যাথওয়ে (২২ হাজার ৩৬০ কোটি), অ্যাপল (২১ হাজার ৫৬৩ কোটি), এক্সন মবিল (২০ হাজার ৫০০ কোটি)। 

ওয়ালমার্ট বিশ্বের সর্ববৃহৎ কর্মসংস্থান প্রদানকারী পাবলিক লিমিটেড কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। ১৯৬২ সালে স্যাম ওয়ালটন এটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭২ সালে তা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়। ওয়ালমার্ট মেক্সিকোতে ওয়ালমেক্স হিসেবে পরিচালিত হয়। এছাড়া যুক্তরাজ্যে অ্যাসডা, জাপানে সেইয়ু এবং ভারতে এটি বেস্ট প্রাইস হিসেবে পরিচালিত হয়। এ কোম্পানির এখন বিশ্বব্যাপী ২৪টি দেশে ২৩ লাখেরও বেশি কর্মচারী রয়েছে।

ফরচুন গ্লোবাল ৫০০ শীর্ষ কোম্পানীর তালিকায় তালিকাভুক্ত হয়েছে ভারতের জীবন বীমা কর্পোরেশন (এলআইসি)তালিকায় ৯৪তম স্থানে রয়েছ, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৫১তম স্থান লাভ করেছে।