এইডস মানেই শিয়রে শমন আর নয়। আশা দেখাচ্ছে, ইজরায়েলি গবেষকদের নতুন টিকা। পরীক্ষানিরীক্ষা প্রায় শেষ। ক্লিনিক্য়াল ট্রায়ালও হয়েছে। বিজ্ঞানীরা দাবি করছেন, আশাতীত সাফল্য়। কারণ, মারণ এইচআইভি মোকাবিলার এমন ব্রহ্মাস্ত্র কখনও হাতে আসেনি চিকিৎসকদের।

ক্যানসারের (cancer cure)পর এবার এইডস (AIDS)। দুরারোগ্য রোগে সোনালি আলোর রেখা। এইচআইভি (HIV) বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসকে কাবু করার চাবিকাঠি পেয়ে গিয়েছেন গবেষকরা। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী, অনুসন্ধিৎসু বিজ্ঞানী দীর্ঘ পরীক্ষানিরীক্ষার পর একটি টিকা (vaccine) বানিয়েছেন। যে টিকার একটি মাত্র ডোজ সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে এইডস আক্রান্তকে। বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার-এ (journal nature) তাঁদের এই গবেষণার ফলাফল এবং পর্যবেক্ষণ বিশদে প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, ওই টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ। এইচআইভি নির্মূলে আশাতীত সাফল্য পেয়েছে ওষুধটি। এবার কোনও বড় সংস্থা বাণিজ্যিক ভাবে এই টিকা প্রস্তুতির দায়িত্ব নিলে কিছু দিনের মধ্যেই বাজারে আসতে পারে এইডস নিরাময়ের ম্যাজিক ওষুধ। 

নেচার-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি গবেষকদের বানানো ওই টিকা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। যা এইডসের জন্য দায়ী এইচআইভি-র বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে তাকে দুর্বল করে ফেলে। এই ভ্যাকসিনটি শরীরে প্রয়োগের পর তৈরি হয় এক বিশেষ ধরনের কোষ, যাকে বি-সেল বলা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অস্থিমজ্জাও ভোল বদলে ক্রমে তরতাজা হয়ে ওঠে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এইডসের চরিত্রবদলের সঙ্গে সঙ্গে এই কোষও তার চরিত্র বদলে ফেলে। ফলে এইচআইভি নতুন করে শরীরে কোনও বিপত্তি ঘটাতে পারে না। গবেষণার সঙ্গে যুক্ত অন্যতম প্রধান বিজ্ঞানী ডা. বার্জেল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এইডস প্রতিরোধের জন্য টিকা তৈরির গবেষণা চলছিলই। অবশেষে আশাতীত সাফল্য পাওয়া গেল।