Spoken+Grammar Bundle

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হেসেখেলে হারালো পাকিস্তান। এর মধ্য দিয়ে আক্ষেপ ঘুচলো গত বিশ্বকাপেও দুর্দান্ত খেলা দলটির। নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে বাবর আজমরা। এ জয়ে বড় অবদান দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। অধিনায়ক বাবর ৪২ বলে ৫৩ ও রিজওয়ান ৪৩ বলে ৫৭ রান করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রিজওয়ান।

১৫৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছিল পাকিস্তান। দলীয় ১০৫ রানে আউট হন বাবর। ট্রেন্ট বোল্টের বলে মিচেলের হাতে ক্যাচ দেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হয় ১৩২ রানে। তিনিও ট্রেন্ট বোল্টের শিকার। ক্যাচ দেন ফিলিপসের হাতে। এর আগে রিজওয়ান পাঁচটি চারের মারে ৪৩ বলে ৫৭ করেন। রিজওয়ান যখন আউট হন তখন ১৭তম ওভারের খেলা শেষ হয়। এরপর মোহাম্মদ হারিস ২৬ বলে ৩০ রান করে আউট হন ১৯তম ওভারের শেষ বলে। শেষ ওভারে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। মিচেল স্যান্টনার ওভারের প্রথম বল হোয়াইট দেন। এতে ম্যাচ ড্র হয়। পরের বলে এক রান নেন নিয়ে পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করেন শান মাসুদ।

এর আগে দুপুর দুইটায় সিডনির ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় ম্যাচ। টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি কিউইরা। ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দলটি। প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। চার রান নেওয়া ফিন অ্যালিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। এরপর ৬ ওভারে ৩৮ রান তুলতেই দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।

সেট খেলোয়াড় ডেভন কনওয়েকে রান আউট করেন শাদাব খান। তিনি ২০ বলে ২১ রানে করেছেন। দুই ওভার পরই মোহাম্মদ নেওয়াজের বলে ক্যাচ তুলে ফিরে যান গ্লিন ফিলিপস। আট ওভারে তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ৪৯। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত আগলে রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

তবে ১৭তম ওভারে এসে শাহিন শাহ আফ্রিদির বলে ক্লিন বোল্ড হন উইলিয়ামসন। তিনি ৪৬ বলে ৪২ করেন। উইলিয়ামসন আউট হলেও তাকে সঙ্গ দিয়ে খেলতে থাকা মিচেল শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৩ রান করে খেলা শেষ করেন। এতে ২০ ওভারে চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান।

২০২১ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে শুরু করেছিল পাকিস্তান। সেমিফাইনালের আগ পর্যন্ত সবগুলো ম্যাচে জয় পায় দলটি। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় হন বাবর আজমরা। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার ফাইনোলে পাকিস্তান। এখন বাবর আজমরা প্রতিপক্ষকে হারিয়ে শিরোপার দেখা পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে।

আরও পড়ুন

লিটন-তাসকিনে মুগ্ধ ইয়ান স্মিথ

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে ঢোকায় নিষেধাজ্ঞা