ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। ফেসবুকের পরিকল্পনা বিষয়ে জ্ঞাত লোকজনের ভাষ্য, ফেসবুক পরিচালনা খরচ কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেসবুকের গত কয়েক প্রান্তিকের আয় ছিল হতাশাজনক। তাই প্রতিষ্ঠানটিকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে। খবর এনডিটিভির

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেছেন, ‘মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমি আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছিল। আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে।’ এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিলেন।

জাকারবার্গ আরও বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ।’

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বাজেট ছাঁটাইয়ের ঘটনা এটাই প্রথম। এ থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার বিষয়টির প্রতিফলন স্পষ্ট হয়ে উছেছে। এ ছাড়া মন্দার পূর্বাভাস ও মেটাভার্স নামের নতুন প্রযুক্তিতে জাকারবার্গের ব্যাপক বিনিয়োগের বিষয়টির প্রতিফলনও এতে দেখা গেছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মী ছাঁটাই করা হবে তাঁরা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসাবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন।

উল্লেখ্য, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের ঘটনা এখন নিয়মিত দেখা যাচ্ছে। এর আগে টুইটার ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।

সূত্র-প্রথম আলো

ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার

এক ধাক্কায় মাস্কের কোপে ৩০০০ কর্মী, টুইটার থেকে গণছাঁটাই শুরু নতুন মালিকের

বেশি সময় ডিভাইসে চোখ শিশু-কিশোরদের সর্বনাশ ঘটাবে