৮১. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?

ক. দর্পণ

খ. লেন্স

গ. প্রিজম

ঘ. বিম্ব

 উত্তর: ক. দর্পণ

 

৮২. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?

 ক. গামা রশ্মি

খ. মাইক্রোওয়েভ

গ. অবলোহিত বিকিরণ

ঘ. আলোক তরঙ্গ

 উত্তর: খ. মাইক্রোওয়েভ

 

৮৩. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

 ক. হেস

খ. গোল্ডস্টাইন

গ. রাদারফোর্ড

ঘ. আইনস্টাইন

 উত্তর: ক. হেস

 

৮৪. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?

 ক. এ্যামপ্লিফায়ার

খ. জেনারেটর

গ. লাউড স্পিকার

ঘ. মাইক্রোফোন

 উত্তর: গ. লাউড স্পিকার

 

৮৫. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

 ক. ফ্যাদোমিটার

খ. আইরোকম্পাস

গ. সাবমেরিন

ঘ. এ্যানিওমিটার

উত্তর: গ. লাউড স্পিকার

 

৮৬. কম্পিউটার কে আবিষ্কার করেন?

 ক. উইলিয়াম অটরেড

খ. ব্লেইসি প্যাসকেল

গ. হাওয়ার্ড এইকিন

ঘ. আবাকাস

 উত্তর: গ. হাওয়ার্ড এইকিন

 

৮৭. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

 ক. থাইরোসিন

খ. গ্লুকাগন

গ. এড্রিনালিন

ঘ. ইনসুলিন

 উত্তর: ঘ. ইনসুলিন

 

৮৮. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

 ক. ক্লোরোফ্লুরো কার্বন

খ. কার্বন মনোক্সাইড

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. মিথেন

 উত্তর: ক. ক্লোরোফ্লুরো কার্বন

 

৮৯. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒

ক. ১৬ শতাংশ

খ. ২০ শতাংশ

গ. ২৫ শতাংশ

ঘ. ৩০ শতাংশ

 উত্তর: গ. ২৫ শতাংশ

 

৯০. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

         ক. ৭৫ সেমি

        খ. ৭৬ সেমি

        গ. ৭২ সেমি

        গ. ৭৭ সেমি

 উত্তর: খ. ৭৬ সেমি

 

৯১. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ২০ জোড়া

খ. ২২ জোড়া

গ. ২৩ জোড়া

ঘ. ২৫ জোড়া

উত্তর: গ. ২৩ জোড়া

 

৯২. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

ক. পেপসিন

খ. এমাইলেজ

গ. রেনিন

ঘ. ট্রিপসিন

 উত্তর: গ. রেনিন

 

৯৩. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?

 ক. নেনী

খ. টর্মি

গ. শেলী

ঘ. ডলি

 উত্তর: ঘ. ডলি

 

৯৪. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒

ক. ইথেন

খ. এমোনিয়া

গ. মিথেন

ঘ. বিউটেন

উত্তর: গ. মিথেন

 

৯৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

        ক.  ৮.৩২ মিনিট

        খ. ৯.১২ মিনিট

        গ. ৭.৯৬ মিনিট

        ঘ. ১০.৬৫ মিনিট

 উত্তর : ক.  ৮.৩২ মিনিট

  

    ৯৬. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

         ক. হাতী

        খ. কুমির

        গ. তিমি

        ঘ. বাদুর

 উত্তর : খ. কুমির

 

 ৯৭. এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?

         ক. হ্যালীর ধূমকেতু

        খ. হেল-বপ ধূমকেতু

        গ. শুমেকার লেভী ধূমকেতু

        ঘ. কোনটিই নয়

 উত্তর : খ. হেল-বপ ধূমকেতু

  

    ৯৮. 'গ্যালিলিও' কী?

        ক.  মঙ্গল গ্রহের একটি উপগ্রহ

        খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ

        গ. শনি গ্রহের একটি উপগ্রহ

        ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

 উত্তর : ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

 

 ৯৯. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

         ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

        খ. আইজ্যাক নিউটন

        গ. টমাস এডিসন

        ঘ. ভোল্টা

 উত্তর : গ. টমাস এডিসন

  

১০০. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?

         ক. ছায়াবৃত্ত

        খ. গুরুবৃত্ত

        গ. ঊষা

        ঘ. গোধূলি

উত্তর : ক. ছায়াবৃত্ত