Spoken+Grammar Bundle

>> সব ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে যা- চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন যা- কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো। শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করা হবে।  

>> বাংলাদেশকে ২০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৮শ ৪৬ কোটি ৬ লাখ টাকা দেবে জার্মানি। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, পোশাক খাত, দক্ষতা উন্নয়ন, রাজধানীর পানি ব্যবস্থাপনা ও সুন্দরবন রক্ষা- এই ছয়টি খাতে বাংলাদেশকে উক্ত টাকা দেয়া হবে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ ১৭২ মিলিয়ন ইউরো, বাকি ২৮ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে দেয়া হবে । ৩০.০৭.২০১৯ রোজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সক্ষমতায় দেয়া হবে ১৫৬ মিলিয়ন ইউরো। এ ছাড়া শহর অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৬ মিলিয়ন ইউরো, টেক্সটাইল খাতে ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো, রাজধানী ঢাকার পানি ব্যবস্থাপনায় ৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো, সুন্দরবন ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪ মিলিয়ন ইউরো এবং পাট ও গবেষণা খাতে দেয়া হবে ২ মিলিয়ন ইউরো।

>> বিশ্ব অর্থনীতিতে এখন বাংলাদেশের অবস্থান ৪২। যা- লন্ডনভিত্তিক এইচএসবিসি’র বৈশ্বিক গবেষণার ভিত্তিতে তৈরি। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে দ্রুত স্ফীত হচ্ছে বাংলাদেশ। আগামী ২০৩০ সালের মধ্যে বৈশ্বিকভাবে দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তিতে ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।  ‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০: আওয়ার লং টার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিস’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ অগ্রগতি হবে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে ফিলিপাইন, পাকিস্তান, ভিয়েতনাম ও মালয়েশিয়া।

>> ইতিহাস অলিম্পিয়াড: মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের তত্ত্বাবধায়নে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইতিহাস অলিম্পিয়াড’। ২০২০ সালে চতুর্থ আন্তর্জাতিক ইতিহাস অলিম্পিয়াডের দল নির্বাচন করতে সারা দেশে এ আয়োজন শুরু হবে ১২ জুলাই। এ বছর মোট ১২টি আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াডের বিজয়ীরা জাতীয় ইতিহাস অলিম্পিয়াডে অংশ নেবে।

>> ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। মৌখিক পরীক্ষার জন্যে মনোনীত হয়েছে ৯,৮৬২ জন :  এতে নতুন ১৩৬টি পদের সংখ্যা বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে বিষয়টি জানানো হয়েছে। ফলে ৩৮তম বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে।

>> অর্থ বিল ২০১৯ পাস: পুঁজিবাজারে প্রণোদনায় সংশোধন, আমদানি পণ্যের শুল্কহার সংশোধন, একাধিক মূসক হার প্রচলন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমাবৃদ্ধিসহ বেশ কিছু পরিবর্তন ও সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল ২০১৯ পাস হয়েছে। ২৯ জুন (শনিবার) অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ বিল জাতীয় সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

>> আবারও বাড়ল গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। ফলে ১ জুলাই থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৭৫ এবং এক চুলার জন্য ৯২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

>> NASA's first mission to demonstrate a planetary defence technique, The Double Asteroid Redirection Test (DART), will get one opportunity to hit small moonlet in the binary asteroid system Didymos. The asteroid poses no threat to Earth and is an ideal test target. NASA revealed that details about its plan to hit a small moonlet target in a double asteroid system with a spacecraft in 2022. The asteroid, called Didymoon or Didymos B, is a moon asteroid around 150 meters tall orbiting a larger body Didymos A, the most accessible asteroid of its size from the Earth.

>> The World Asthma Day was observed across the globe on May 7, 2019, the first Tuesday of May 2019. The day is observed across the world to spread awareness about Asthma and its care around the world. The day is organised and sponsored by the Global Initiative for Asthma (GINA) as a partnership between health care groups and asthma educators to raise awareness about asthma. The theme of World Asthma Day 2019 was 'STOP for Asthma'. Here, STOP stands for: Symptom evaluation, Test Response, Observe and assess, Proceed to adjust treatment.