প্রাণঘাতী করোনার পর এখন আরেক মহামারী হানা দিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়াতে। দেশটির এক প্রদেশে ইবোলার অনুরূপ একটি তীব্র রক্তক্ষরণজনিত রোগ লাসা জ্বর ছড়িয়ে পড়েছে। এই ধরনের জ্বরে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যায় ও এর জমাট বাঁধার ক্ষমতা হ্রাস পায়। যার ফলে রোগীর অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়। আক্রান্ত হওয়ার কিছু দিন পর শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে বলেও জানা গেছে। খবর আল-জাজিরার।

যদিও সংক্রামিতদের ৮০ শতাংশ রোগী এই ভাইরাসে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে না। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ লক্ষণহীন থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার ১৫ শতাংশ। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে, মাথা ও পেশী ব্যথা, গলা ব্যথা, বমি বমি ভাব ও জ্বর। 

যুক্তরাষ্ট্রের লিবেরাল আর্টস কলেজে ‘বেটস কলেজ’ স্কলারশিপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর তাহমিদ। এর আওতায় চার বছরের জন্য সেখানে পড়তে যাচ্ছেন তিনি।

রাজধানী ঢাকার বাসিন্দা তানভীর তাহমিদের বাবা আবুল কাশেম প্রধানীয়া পেশায় সরকারি কর্মকর্তা। মা রোকেয়া রেশমিন হক কলেজ শিক্ষক। দুই ভাই বোনের মধ্যে বড় তানভীর রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল ও ঢাকা কলেজে পড়াশোনা করেছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। বুধবার (১৭ আগস্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। ব্যবহারকি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর। ৮ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বর আঞ্চলিক কেন্দ্রে পাঠাতে হবে।

বিশেষ নির্দেশাবলি

) করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২) এইচএসসি পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

৩) DeNovo রেজিস্ট্রেশন করা ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

৪) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।