Mohammad Abdullah

যে কোন চাকুরির পরীক্ষায় প্রবাদ বাক্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এগুলো আয়ত্ত্ব করতে পারলে সব ধরণের  প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তর দিতে পারবে। এর জন্য দরকার প্রতিনিয়ত চর্চা। পর্যায়ক্রমে আমরা গুরুত্বপূর্ণ প্রায় ৫০০ প্রবাদ বাক্য পোষ্ট করব। নিয়মিত চর্চার মাধ্যমে এগুলো আয়ত্ত্ব করতে পারলে আশা করি পরীক্ষায় উত্তর করতে পারবে।

 

 1) অকারনে কোন কিছুই ঘটে না।

=No smoke without fire.

2) কয়লা ধুইলেও ময়লা যায় না।

Black will take no other hue.

3) খালি কলসি বাজে বেশি।

=An empty vessel sounds much.

4) অতি আদরে সন্তান নষ্ট।

=Spare the rod, spoil the child.

5) অতি চালাকের গলায় দড়ি।

=Too much cunning overreaches itself.

6) অতি দর্পে হত লঙ্কা।

=Pride goeth (goes) before destruction.

৭) অতি বাড় বেড়না ঝড়ে ভাঙবে মাথা।

=Pride will have a fall.

৮) অতি ভক্তি চোরের লক্ষণ।

=Too much courtesy, too much craft.

৯) অতি যত্নে মরণ ফাঁদ।

=Care killed the cat.

১০) অতি লোভে তাঁতি নষ্ট।

=To kill the goose that lays the golden eggs.

১১) অতীত সুধরানো যায় না।

=What is done, cannot be undone.

১২) অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।

=It is no use crying over spilt milk.

১৩) অর্থই অনর্থের মূল।

=Money is the root of all evils.

১৪) অধিক আড়ম্বরে কাজ হয় না।

=Barking dogs seldom bite.

১৫) অধিক সন্যাসীতে গাজন নষ্ট।

=Too many cooks spoil the broth.

১৬) অধিকন্তু ন দোষায়।

=The more, the merrier.

১৭) অধ্যবসায়ের ফলেই সাফল্য ঘটে।

=Slow and steady wins the race.

১৮) অর্ধ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর।

=Half truth is more frightening than falsehood

১৯) অনভ্যাসের ফোঁটা কপালে চড় চড় করে।

Every shoe fits not every foot.

২০) অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না।

Quit not certainty for hope.

২১) অনুশীলনে সিদ্ধ হস্ত।

=Practice makes a man perfect.

২২)অনুগত বন্ধুদ্বয়।

=David and Jonathon.

২৩) অন্ধকারে কিবা রাত্রি কিবা দিন।

=Day and night are alike to a blind man.

২৪) অন্ধের দেশে কানা রাজা।

=A figure among cyphers

২৫)অপচয় করো না, অভাবে পড়ো না।

=Waste not, want not.

২৬) অপরের বিষয়ে নাক গলাইও না।

=Don’t poke your nose into the affairs of others.

২৭) অবলার মুখই বল।

=A women weapon’s is her tongue.

২৮) অবস্থা বুঝে ব্যবস্থা কর।

=Cut your coat according to your cloth.

২৯) অভাবে স্বভাব নষ্ট।

=Necessity knows no law.

৩০) অভিজ্ঞ লোক সহজে বোকা বনে না।

=An old bird is not to be caught with chaff.