মহানবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিষ্টাব্দে। এর মাত্র ৫০ বছর পর ৬২০ খ্রিষ্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম! আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা! বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবিই জোরাল করেছে। এতে আরো দেখা যায়, ৬৯০ খ্রিষ্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ‘মজেদের আড়া’ নামক গ্রামে।১৯৮৭ সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফরচুন’ ১ আগস্ট সেরা ৫০০ কোম্পানির তালিকা প্রকাশ করে। ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় প্রথমে স্খান পেয়েছে ওয়ালমার্ট স্টোরস ইনক. (সংক্ষেপে ওয়ালমার্ট হিসেবে পরিচিত)। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। টানা অষ্টম বছরের মতো এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ওয়ালমার্ট।

এতে ওয়ালমার্টের বিক্রয়ের পরিমাণ ছিল ৪৮ হাজার ৫৭৩ কোটি ডলার এবং নিট মুনাফা ছিল এক হাজার ৩৬৪ কোটি ডলার। 
এরপর রয়েছে চীনের তিন কোম্পানি এস্টেট গ্রিড (৩১ হাজার ৫১৯ কোটি ডলার), সিনোপ্যাক গ্রুপ (২৬ হাজার ৭৫১ কোটি) ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম (২৬ হাজার ২৫৭ কোটি)। তালিকার শীর্ষ দশের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে একমাত্র কোম্পানি জাপানের টয়োটা (২৫ হাজার ৪৬৯ কোটি) রয়েছে পঞ্চম স্থানে। 

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং ২০২৩ প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইটে  বিশ্বসেরা এক হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারো প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থান হয়নি।

 

ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেবাদা সীমান্তঘেঁষা একটি মরুভূমি উপত্যকা। এই অঞ্চলটি বিশ্বের শুষ্কতম অঞ্চল হিসেবেই পরিচিত। সম্প্রতি এলাকাটিতে প্রবল বর্ষণে ফলে বন্যার দেখা মিলেছে। আবহাওয়াবিদ এবং পার্কের কর্মকর্তারা বলছেন, গত এক হাজার বছরে এই প্রথম এখানে বন্যার দেখা মিলেছে। খবর দ্য গার্ডিয়ানের।

ফ্রান্স, জার্মানি, গ্রিস, অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন এই ১৯টি দেশ নিয়ে গঠিত ইউরো জোন। এক দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার এবং নিম্ন মুদ্রাস্ফীতির কারণে ভালো অর্থনৈতিক অবস্থানে ছিলেন ইউরো জোনের মানুষরা। কিন্তু বর্তমানে ভোক্তা মূল্য সূচক বার্ষিক ৮ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, যেখানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) লক্ষ্যমাত্রা ২ শতাংশ। ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্যরা সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এবং আগামী ৯ জুন অর্থনৈতিক পলিসি সংক্রান্ত বৈঠকে সেটি নিশ্চিত হতে পারে। কিন্তু ইসিবি নিজেই এখন একটি জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমনটি চলতে থাকলে শুধু দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নয়, প্রবৃদ্ধি অর্জনেও জটিলতা সৃষ্টি হতে পারে।