Spoken+Grammar Bundle

সারা বিশ্বে গণিতে ছেলেদের চেয়ে পিছিয়ে মেয়েরা। এর মূল কারণ পুরুষতান্ত্রিক প্রাধান্য এবং সমাজে নারী-পুরুষের ভূমিকা নিয়ে গৎবাঁধা মনোভাব। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

‘সলভিং দ্য ইকুয়েশন: হেলপিং গার্লস অ্যান্ড বয়েজ লার্ন ম্যাথমেটিকস’ শীর্ষক প্রতিবেদনে শতাধিক দেশ ও ভূখণ্ডের নতুন তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, মেয়েদের চেয়ে ছেলেদের গণিতের দক্ষতা অর্জন ১ দশমিক ৩ গুণ পর্যন্ত বেশি।

গণিত বুঝতে মেয়েদের সহজাত অক্ষমতা সম্পর্কে শিক্ষক, মা-বাবা ও সহপাঠীদের লিঙ্গভিত্তিক নেতিবাচক প্রথাগত আচরণ এবং গৎবাঁধা মনোভাব এই বৈষম্য সৃষ্টিতে ভূমিকা রেখেছে। এটি মেয়েদের আত্মবিশ্বাসে চিড় ধরায় এবং তাঁদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিন লাখ লাখ মানুষ ভিডিও, তথ্যপূর্ণ বিষয়বস্তু উপভোগ করেন। আর এই ভিডিওগুলো দেখার পেছনে কেউ না কেউ আমাদের অনুপ্রেরণা জোগায়।

দক্ষিণ এশিয়ার এমন ১০ জন ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার সেরা ১০ জনের ছয় জনই বাংলাদেশি।২০২২ সালে সামাজিক সচেতনতা, উদ্যোক্তা, শিক্ষা, বিপণন এবং ব্যবসার উপর ভিত্তি করেছে ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস (ইনক্যাপ)।

তালিকায় স্থান পাওয়া ছয় বাংলাদেশির মধ্যে সবার ওপরে রয়েছেন আয়মান সাদিক। দক্ষিণ এশিয়ায় তার অবস্থান তৃতীয়। তার ক্ষেত্রে লেখা হয়েছে, আয়মান সাদিক সর্বদা নম্র থাকতে, সুখ ছড়িয়ে দিতে বিশ্বাসী। তিনি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও। এটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। যা প্রতিদিন আড়াই লাখেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা দেয়।

দীর্ঘদিন আটকে থাকার পর চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। আজ সোমবার এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।

সাধারণত বছরের এপ্রিল মাসে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণের কারণে আড়াই বছর ধরে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এর মধ্যে এ বছর সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা আরও পিছিয়েছে। এর মধ্যেই ১৫ সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এরপর নভেম্বরে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।